বদলগাছীর পতিত জমিতে সবজি চাষের উদ্যোগ

প্রকাশ | ০১ জুলাই ২০২০, ০০:০০

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
করোনা সংক্রমণে সারাবিশ্ব প্রায় অচল। সংক্রমণ ঠেকাতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ সময় যেন খাদ্য সংকট সৃষ্টি না হয় সেজন্য সরকার পতিত জমিতে সবজি চাষের উদ্যোগ নিয়েছে। জানা গেছে, শস্যভান্ডারখ্যাত নওগাঁর বদলগাছী উপজেলায় ২৫৬ কৃষকের বাড়ির পতিত ২৫৬ শতক জমিতে শাক-সবজি চাষের উদ্যোগ নিয়েছে উপজেলা কৃষি অফিস। এ লক্ষ্যে কৃষকদের তালিকা করে তাদের মধ্যে প্রণোদনার সবজি বীজ বিতরণ করা হয়েছে। বালুভরা ইউনিয়নের কুশারমুড়ি গ্রামের কৃষক আহাদ আলী বলেন, বাড়ির আশপাশে পড়ে থাকা জমিতে চাষাবাদের মাধ্যমে তারা একদিকে খাদ্য সংকট মোকাবিলা করতে পারবেন, অন্যদিকে আর্থিকভাবেও লাভবান হবেন। উপসহকারী কৃষি কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, বাড়ির পাশে পতিত জমির পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে সমন্বিত উপায়ে সবজি চাষে কৃষক আর্থিকভাবে লাভবান হবে। ফলে করোনাকালে খাদ্য সংকট দূর হওয়ার পাশাপাশি পুষ্টি চাহিদাও পূরণ হবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী বলেন, করোনাভাইরাসের কারণে গ্রামের প্রান্তিক মানুষ বেশি অসহায় হয়ে পড়েছে। করোনার সংক্রমণ দীর্ঘস্থায়ী হলে এসব মানুষের অবস্থা খারাপ পর্যায়ে যেতে পারে। তাই গ্রামের পতিত জমির পরিকল্পিত ব্যবহার করে সমন্বিতভাবে সবজি চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার ২৫৬ কৃষককে বিনামূল্যে বীজ দেওয়া হয়েছে। কৃষকরা এগুলো পরিচর্চা করবেন। উপসহকারী কৃষি কর্মকর্তারা এগুলো তদারকি করবেন। এক থেকে দেড় মাসের মধ্যে সবজি উঠতে শুরু করবে। এ সবজি খাবার যোগানের পাশাপাশি পুষ্টির চাহিদাও পূরণ করবে।