বাগেরহাটে ট্রলার জব্দ

প্রকাশ | ০২ জুলাই ২০২০, ০০:০০

বাগেরহাট প্রতিনিধি
সরকারের দেওয়া নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে অবাধে মাছ শিকার করে ফিরে আসার সময় ইলিশ মাছবোঝাই একটি মাছ ধরা ট্রলার জব্দ করা হয়েছে। জব্দ করা মাছ বুধবার বেলা ১১টায় বাগেরহাটের শরণখোলা মৎস্যঘাটে নিলামে বিক্রি ও ট্রলার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শরণখোলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার বিনয় কৃষ্ণ রায় দুপুরে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে ইলিশ শিকার করে বুধবার ভোর রাতে এফবি মা-বাবার দোয়া নামের একটি মাছ ধরা ট্রলার বাগেরহাট জেলা সদরে আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন মৎস্য বিভাগ ও পুলিশের সহায়তায় বলেশ্বর নদীতে ধাওয়া করে ট্রলারটি জব্দ করেন।