সীতাকুন্ডে আশঙ্কাজনকহারে বেড়েছে অপরাধপ্রবণতা

প্রকাশ | ০২ জুলাই ২০২০, ০০:০০

সবুজ শর্মা সাকিল, সীতাকুন্ড (চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুন্ডে হঠাৎ করেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। উপজেলার বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই চুরির ঘটনা ঘটছে। গত ১৫ দিনে ৩০টির বেশি বাড়ি ও দোকানে চুরির ঘটনা ঘটেছে। করোনার ঝুঁকির সুযোগ নিয়ে সংঘবদ্ধ চোরের দল এ চুরি করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশের তৎপরতা সত্ত্বেও আইনশৃঙ্খলা পরিস্থিতির কেন অবনতি হচ্ছে- তার সঠিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি প্রশাসনের কাছ থেকে। জানা যায়, গত দুই মাসে বেশ কয়েকটি ডাকাতি ও অর্ধশতাধিক ছিনতাইসহ নানা অপরাধের ঘটনা ঘটেছে। অহরহ এমন ঘটনার খবর পাওয়া যাচ্ছে। উপজেলার ভাটিয়ারী পোর্টলিংক কন্টেইনার ডিপোর সামনে দাঁড়ালেই চালকদের দিতে হয় চাঁদা। না দিলে ছিনতাইকারীরা লুট করে নিয়ে যায় চালকের মোবাইল, টাকাসহ গাড়ির ব্যাটারি ও সরঞ্জাম। চোরের হাত থেকে রেহাই পায়নি সৈয়দপুর ইউনিয়নের মসজিদের দানবাক্সও। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের দেওয়া তথ্যে অপরাধের এ চিত্র উঠে এসেছে। এদিকে, গত বুধবার রাতে গণচুরির ঘটনা ঘটে উপজেলার ভাটিয়ারী ও সলিমপুরে। সেদিন রাতে ফৌজদারহাট এলাকায় দুটি বড় হার্ডওয়্যার দোকানসহ ৫টি ও ভাটিয়ারীতে ৩টি দোকান এবং শুকলালহাটের একটি দোকানে চুরির ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট হয় বলে জানা যায়। সীতাকুন্ড থানার ওসি ফিরোজ হোসেন মোলস্না বলেন, বিচ্ছিন্নভাবে কিছু অপরাধ হচ্ছে, তবে সংঘবদ্ধ অপরাধের মাত্রা বাড়েনি।