কক্সবাজার হাসপাতালে মেশিন হস্তান্তর

প্রকাশ | ০২ জুলাই ২০২০, ০০:০০

কক্সবাজার প্রতিনিধি
করোনা মোকাবিলায় কক্সবাজারের স্বাস্থ্য খাতে ধীরে ধীরে সক্ষমতা বাড়ছে। কিছুদিন পূর্বে সদর হাসপাতালে ১৮ শয্যার আইসিইও, এইচডিও স্থাপন ও সেন্ট্রাল অক্সিজেন পস্ন্যান্ট স্থাপন কাজের উদ্বোধনের পর এবার এখানে যুক্ত হচ্ছে ৩টি 'হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন' (এইচএফএনসি), যা শ্বাসকষ্টে ভোগা সংকটাপন্ন কোভিড ও নন-কোভিড রোগীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মঙ্গলবার সিচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদ। জেলা প্রশাসন কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।