ফরিদপুরে পদ্মা-আড়িয়াল খাঁর তীর রক্ষা কাজ সম্পন্ন

প্রকাশ | ০২ জুলাই ২০২০, ০০:০০

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে পদ্মা ও আড়িয়াল খাঁর তীর সংরক্ষণ কাজ সম্পন্ন হওয়ায় চোখে-মুখে হাসি ফুটেছে ভাঙনের আতঙ্কে থাকা এলাকাবাসীর। দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে এর দু-পাড় প্রতি বছর ভাঙনের শিকার হয়। নিঃস্ব হয় কয়েকশ পরিবার। কিন্তু চলতি বর্ষা মৌসুমে এই প্রথমবারের মতো ভাঙনের হাত থেকে রক্ষা পেয়েছে নদী পাড়ের মানুষ। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, ভাঙনের হাত থেকে স্থানীয়দের রক্ষায় ২০১৮-১৯ অর্থবছরে চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে প্রায় ২৯২ কোটি টাকা ব্যয়ে ৩.৪ কি. মি. তীর সংরক্ষণ বাঁধ ও ১০ কি. মি. ড্রেজিং এবং সদরপুর উপজেলায় ২৯১ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খাঁ নদের ৫ দশমিক ৩৮ কিলোমিটার তীর সংরক্ষণ ও ৬.৩ কিলোমিটার নদের ড্রেজিং কাজের অনুমোদন পায়। তিনি বলেন, ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড ওই প্রকল্পের তীর সংরক্ষণ ও ড্রেজিংয়ের জন্য পদ্মায় ১২ এবং আড়িয়াল খাঁয় ১৭ গ্রম্নপকে কার্যাদেশ দেয়। ইতোমধ্যে কাজের ৭৫ শতাংশ শেষ করেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। আর এই কাজ সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে গত ৫০ বছর ধরে নদী দুটির আগ্রাসনে যে ভূ-সম্পদের ক্ষতি সাধন হতো তা থেকে রক্ষা পাচ্ছে এ অঞ্চলের মানুষ। স্থানীয় এমপি মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেন, 'প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে এই এলাকার মানুষের জানমালের নিরাপত্তার পাশাপাশি আর্থিক সচ্ছলতাও ফিরে আসবে। ঘুচবে নদী ভাঙনের আতঙ্ক।'