থ্রি-হুইলার চলার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশ | ০২ জুলাই ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ও স্বাস্থ্যবিধি না মেনে মহাসড়কে অবাধে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার সকালে ঢাকা-সিলেট এবং কুমিলস্না-সিলেট মহাসড়কের সংযোগস্থল ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড মোড়ে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বিক্ষোভকারীরা মহাসড়কে এলোপাতারিভাবে যানবাহন পার্কিং করে বিক্ষোভ মিছিল করেন। এ সময় মহাসড়কের তিন পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ মিছিল শেষে বিশ্ব রোড মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া, জেলা লোকাল বাস মালিক সমিতির সাধারন সম্পাদক মো. নিয়ামত খাঁন প্রমুখ।