সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০২ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
করোনা শনাক্ত বরিশাল অফিস বরিশাল বিভাগের ৬ জেলায় এ পর্যন্ত মোট ২ হাজার ৯১৩ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সুস্থ হয়েছেন ৮৯৫ জন এবং মৃতু্য হয়েছে মোট ৬৩ জনের। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ৬ জেলায় ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এ সময়ের মধ্যে ৬ জেলায় ৮০ জন রোগী সুস্থ হয়েছেন। শনাক্ত ৫ বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি সিলেটের বিশ্বনাথে উপজেলার সবচেয়ে বড় শপিংমল আল-হেরা শপিং সিটির এক মোবাইল ব্যবসায়ীর করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তি মাসুমা টেলিকমের স্বত্বাধিকারী সুবেদ আহমদ (২৬)। বুধবার থানা প্রশাসনের উদ্যোগে ওই ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে আক্রান্ত ব্যক্তিকে হোমকোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় বিশ্বনাথের আরও ৫ জন করোনা পজিটিভ আসে। সাঁতার প্রশিক্ষণ চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারীতে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ সংস্থার চিলড্রেন অ্যামপাওয়ারমেন্ট ফর প্রোটেকশন, পার্টিসিপেশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্যোগে ৩ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার হ্যালিপ্যাড পুকুরে প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সার্বিক সহায়তা করে চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আছমা বেগম, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. গোলাম মোস্তফা। লভ্যাংশ বিতরণ দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হাওর অঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্পের বিল, পুকুর ও পস্নাবন ভূমির সুফলভোগীদের মাঝে লভ্যাংশ বিতরণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বিল পাড় এলাকায় এলজিইডির আয়োজনে এ লভ্যাংশ বিতরণ ও সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেনের সভাপতিত্বে ও প্রকল্পের এস এম এস প্রদীপ কুমার নন্দীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রকল্পের জেলা সমন্বয়কারী কবিরুল ইসলাম, টেনিং কো-অর্ডিনেটর গোলাম মৌলা। খেলা উদ্বোধন ধুনট (বগুড়া) প্রতিনিধি বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া সিটি ক্লাবের আয়োজনে প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে প্রধান অতিথি হিসেবে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া শজিমেক মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সজল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক আল আমিন। সাধারণ সভা রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির রাজাপুর উপজেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সভা শুরু হয়ে চলে রাত ১০টা পর্যন্ত। প্রেসক্লাব সভাপতি মো. মনিরুজ্জামান খানের সভাপতিত্বে সাধারণ সভা পরিচালনা করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. এনামুল হোসেন খান। সভায় বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন ক্লাবের অর্থ সম্পাদক মো. খলিলুর রহমান। ক্লাবের গঠনতন্ত্র সংশোধনীর খসড়া পাঠ করেন ক্লাবের সহসাধারণ সম্পাদক আবু সায়েম আকন। শনাক্ত ৬৯ রাজশাহী অফিস রাজশাহীতে একদিনে ৬৯ জনের নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) এবং হাসপাতালে বহির্বিভাগের ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। এদিন দুই ল্যাবে ৩৭১ জনের নমুনা পরীক্ষা করা হলে ফলাফল আসে ৩৬৯ নমুনার। এ নিয়ে রাজশাহী জেলায় আক্রান্ত বেড়ে দাঁড়াল ৬৭৯ জন। এর মধ্যে চিকিৎসাধীন ৫৫৬ জন। এর মধ্যে হাসপাতাল আইসোলেশনে সাতজন আর হোম আইসোলেশনে ৫৪৯ জন। রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক তথ্যটি নিশ্চিত করেছেন। ধান সংগ্রহ রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি লক্ষ্ণীপুরের রামগতিতে খাদ্য অধিদপ্তর কর্তৃক কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে চর আলেকজান্ডার খাদ্যগুদামে ২০১৯-২০ অর্থবছরের জন্য সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিন, উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. গিয়াস উদ্দিন।