কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ উদ্ধার হয়নি ডুবোচরে আটকা ফেরি

প্রকাশ | ০২ জুলাই ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ডুবোচরে আটকে থাকার ২৩ ঘণ্টা পরেও রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর উদ্ধার করা সম্ভব হয়নি। বিআইডবিস্নউটিএ'র দুর্নিবারসহ কয়েকটি আইটি হাজাজ ১৪ ঘণ্টা চেষ্টা চালিয়েও বুধবার বিকাল ৬টা পর্যন্ত ফেরিটিকে উদ্ধার করতে পারেনি। জানা গেছে, পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধির প্রভাবে তীব্র স্রোতের তোড়ে উজান থেকে বয়ে আসা পলিতে সৃষ্ট ডুবোচরে রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর আটকে যায়। এতে প্রায় ২৩ ঘণ্টা কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে বড় বড় সব ফেরি চলাচল বন্ধ থাকে। আইটি জাহাজ আটকে পড়া ফেরি থেকে যাত্রীদের উদ্ধার করে শিমুলিয়া ঘাটে নিয়ে যায়। ফেরি উদ্ধারে বিআইডবিস্নউটিএ'র দুর্নিবারসহ কয়েকটি আইটি হাজাজ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে সহস্রাধিক যানবাহন আটকে পড়ে। চরম দুর্ভোগে পড়ে যাত্রী সাধারণ ও পরিবহণ শ্রমিকরা। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির গ্রীজার অজয় রায় বলেন, আটকে পড়া ফেরিতে চারটি যাত্রীবাহী বাস, ৩টি পণ্যবাহী ট্রাক, ১০টি মাইক্রোবাস ও বেশি কিছু মোটরসাইকেল ছিল। ফেরিতে ওঠা কিছু যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। বিআইডবিস্নউটিসি কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম বলেন, 'পদ্মায় তীব্র স্রোতে একটি বড় ফেরি চ্যানেল ঘুরতে গিয়ে ডুবোচরে আটকে পড়ে। ফেরিটি ডুবোচরে আটকে যাওয়ায় আমরা কোনো ফেরি ছাড়তে পারিনি। তাই মঙ্গলবার রাত থেকে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। উদ্ধারে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।