দৌলতখান-নুরমিয়ারহাট সড়ক ভেঙে জনদুর্ভোগ

প্রকাশ | ০২ জুলাই ২০২০, ০০:০০

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
ভোলার দৌলতখান-নুরমিয়ারহাট মূল সড়ক ভেঙে পার্শ্ববর্তী পুকুরে পড়ে জনদুর্ভোগ দেখা দিয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার নুরমিয়ারহাট সংলগ্ন বেপারী বাড়ির দরজায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের দুই-তৃতীয়াংশ পার্শ্ববর্তী পুকুরের ভেতর ধসে পড়েছে। যে কোনো মুহূর্তে পুরো সড়ক ধসে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ আসা-যাওয়া করে। এছাড়াও দৌলতখান থেকে অন্যান্য উপজেলায় মালামাল দ্রম্নত পরিবহণের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সড়কটি দ্রম্নত সংস্কারের দাবি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।