কুলাউড়ায় রাস্তার দুর্ভোগে ১০ হাজারের বেশি মানুষ

প্রকাশ | ০২ জুলাই ২০২০, ০০:০০

আবদুল আহাদ, কুলাউড়া (মৌলভীবাজার)
\হ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে একটি রাস্তার বেহাল দশায় দুর্ভোগে পড়েছেন চার গ্রামের অন্তত ১০ হাজার মানুষ। দিগলকান্দি-ফটিগুলী তিন কিলোমিটার এই কাঁচা রাস্তাটির কারণে ইউনিয়নের দিগলকান্দি, পূর্ব ফটিগুলী, ফটিগুলী ও বুধপাশা গ্রামের মানুষকে অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হচ্ছে। রাস্তাটি অবিলম্বে পাকা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট হারিছ আলী, সাইফুর রহমান, মোজাহিদুল ইসলাম, এলএম প্রণয়, আবদুল বাসিতসহ অনেকে জানান, দিগলকান্দি-ফটিগুলী কাঁচা রাস্তাটি সামান্য বৃষ্টি হলেই একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কাদা পানিতে একাকার রাস্তাটিতে চলতে গিয়ে অনেকেই পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। বর্ষা মৌসুমে স্থানীয় দিগলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফটিগুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ফটিগুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রহমদাবাদ মাদ্রাসা, আল রাহমানিয়া মাদ্রাসা, কর্মধা উচ্চবিদ্যালয়, হায়দরগঞ্জ উচ্চবিদ্যালয়, আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজ ও লংলা আধুনিক ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। ক্ষোভের সঙ্গে তারা আরও বলেন, কাদা পানিতে একাকার থাকায় রিকশা-সিএনজি চলতে পারে না। এমনকি এই রাস্তা দিয়ে হেঁটে চলাচলও কঠিন। রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে না পারায় দিগলকান্দি গ্রামের এক সন্তানসম্ভবা নারীর প্রসব বেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথেই মৃতু্য হয়।