নবীনগরে বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রকাশ | ০২ জুলাই ২০২০, ০০:০০

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌর এলাকায় আলিয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহুতল ভবন নির্মাণকাজে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়ম ও প্রধান শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বুধবার উপজেলা প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা। জানা যায়, এলজিইডির তত্ত্বাবধানে বিদ্যালয়ের তৃতীয়তলা ভবন নির্মাণের কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান আরএস কনস্ট্রাকশন। নির্মাণকাজে দুই নম্বর ইটসহ নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতি নবীনগর শাখার সভাপতি রেজাউল করিম সবুজ আপত্তি জানালে উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুল কাইয়ুম ইটের খোয়া ভাঙতে নিষেধ করেন ঠিকাদারকে। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ঠিকাদার কাজ করতে থাকেন। এ বিষয়ে ঠিকাদার মো. সোহেল মিয়া কাজে বাধা দিলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেওয়ার হুমকি দেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির বলেন, নিম্নমানের কাজ হচ্ছে, বাধা দেওয়ায় প্রধান শিক্ষককে হুমকি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে আরএস কনস্ট্রাকশন ফার্মের ঠিকাদার সোহেল মিয়া বলেন, তিনি কোনো নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছেন না, তিনি কাউকে হুমকিও দেননি। উপ-সহকারী প্রকৌশলী আবদুল কাইয়ুম অনিয়মের কথা স্বীকার করে বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানকে সিডিউল মেনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী নূরুল ইসলাম বলেন, অনিয়ম করার কোনো সুযোগ নেই। সিডিউল অনুযায়ী, কাজ করতে হবে। অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।