বদলগাছীতে বৃদ্ধকে দোকান করে দিলেন ইউএনও

প্রকাশ | ০২ জুলাই ২০২০, ০০:০০

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে বেতনের টাকা দিয়ে বৃদ্ধ মোসলেম উদ্দিনকে (৭০) মুদি দোকান করে দিয়েছেন ইউএনও মো. আবু তাহির। মঙ্গলবার বিকালে প্রায় দশ হাজার টাকার মালামাল কিনে মোসলেম উদ্দিনের দোকান সাজিয়ে দেওয়া হয়। ইউএনওর এ উদ্যোগেকে প্রশংসা করছেন এলাকাবাসী। জানা গেছে, এক সময় গাছের ব্যবসা করতেন মোসলেম উদ্দিন। হৃদরোগের কারণে তিনি গাছের ব্যবসা বাদ দিয়ে ১৬ বছর আগে বাড়িতে দোকান দেন। বাড়ি ছাড়া তার আর কোনো জমি নেই। দোকানের ওপরেই চলত তার সংসার। কিন্তু বাড়ির পাশে বাজার গড়ে ওঠায় তার বেচাকেনায় ভাটা পড়ে। এতে তার জীবিকা নির্বাহ কষ্টকর হয়ে পড়ে। কয়েকদিন আগে চায়ের দোকান শুরু করার প্রস্তুতি নেওয়ার সময় তাকে বাধা দেয় স্থানীয় কয়েকজন। এরপর তারা দোকান ঘরটি ভেঙে দেয়। বাধ্য হয়ে তিনি সোমবার ইউএনওকে বিষয়টি জানান। এ সময় ইউএনও তাকে দোকান তৈরি করে দেওয়ার আশ্বাস দেন। এরপর বুধবার দুপুরে ইউএনও নিজের গাড়িতে করে দোকানের বিভিন্ন মালামাল নিয়ে দোকানে যান। ইউএনও মো. আবু তাহির বলেন, মোসলেম উদ্দিন ভিক্ষা না করে সম্মানের সঙ্গে বাঁচতে চাচ্ছিলেন। দোকান স্থাপনের জায়গা পাচ্ছিলেন না। বিষয়টি জানার পর রাস্তার পাশে তাকে দোকান তৈরি করতে সাহায্য করা হয়। তিনি যেন সমাজে মর্যাদার সঙ্গে বসবাস ও বাঁচতে পারেন এজন্য তার পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়েছেন।