পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশ | ০২ জুলাই ২০২০, ০০:০০

রাজশাহী অফিস
'পাটকল বন্ধ নয়-শ্রমিক ছাঁটাই নয়,' 'রাষ্ট্রায়ত্ত পাটকল 'পিপিপি' নয়, 'আধুনিক যন্ত্রপাতি দ্বারা উন্নয়ন কর, দুর্নীতি-লুটপাট বন্ধ কর' এসব স্স্নোগানে রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষায় রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় শ্রমিক ফেডারেশন রাজশাহী জেলা শাখা। বুধবার মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা মুজিববর্ষে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের এমন সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান। শ্রমিকদের কথা বিবেচনা করে অবিলম্বে কারখানা চালু রাখার দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে। সমাবেশে উপস্থিত ছিলেন, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, ছাত্রমৈত্রীর মহানগর সভাপতি জুয়েল খান।