কক্সবাজারে স্বাস্থ্যবিধি মেনে চলছে কেনাবেচা

প্রকাশ | ০৩ জুলাই ২০২০, ০০:০০

কক্সবাজার প্রতিনিধি
বাংলাদেশ দোকান মালিক সমিতির সিদ্ধান্ত মতে কক্সবাজার শহরের দোকানপাট খুলেছে। সামাজিক দূরত্ব বজায়, স্বাস্থ্যবিধি মেনে চলছে ব্যবসাবাণিজ্য। বুধবার পর্যটন শহরের ছোট বড় সব মার্কেট খুলেছে। দীর্ঘ প্রায় চার মাস পরে দোকানপাঠ খোলায় সবার মাঝে খুশি দেখা গেছে। তবে ক্রেতা সমাগম তেমন হয়নি। মেগা মার্টের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা মেনে দোকান খুলেছি। কর্মচারীরা মুখে মাস্ক, হাতে গস্নাভস দেওয়া হয়েছে। ক্রেতাদের জীবাণু নাশক স্প্রে করে দোকানে ঢোকানো হচ্ছে। সাবধানতা সচেতনতা মেনে চলছি। কারণ মৃতু্যর ভয় রয়েছে সবার মাঝে। প্রথম দিন মোটামুটি ক্রেতা সমাগম হয়েছে। বাংলাদেশ দোকান মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল বলেন, দোকান খোলার আগের সচেতনতা সম্বন্ধে সব ব্যবসায়ীকে অবহিত করা হয়েছে। অনেকের দীর্ঘ দিন লকডাউনের কারণে দোকানপাট বন্ধ থাকায় বেশি মালামাল নষ্ট হয়ে গেছে। সবাই স্বাস্থ্যবিধি মেনেই কেনাবেচা করছে। তিনি বলেন, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকান খোলা থাকবে। উলেস্নখ্য, গত ৫ জুন কক্সবাজার পৌর এলাকাকে 'রেডজোন'ভুক্ত করে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. কামাল হোসেনের স্বাক্ষরে জারিকৃত নির্দেশনার আলোকে ৩০ জুন পর্যন্ত দুই দফায় টানা ২৫ দিন লকডাউন পালিত হয়। এর আগে ২৫ মার্চ থেকে লকডাউন কক্সবাজার। রোববার ও বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন কাঁচাবাজার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর জন্য খোলা রাখা হলেও অন্যান্য সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।