সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০৩ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ল্যাট্রিন স্থাপন সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বন্যাকবলিত মানুষের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে ব্যক্তিগত উদ্যোগে টিউবওয়েল স্থাপন করেছেন সমাজসেবক গোলাম মোস্তফা কামাল পাশা। বৃহস্পতিবার উপজেলার উড়িয়া ইউনিয়নের কাবিলপুর চরে আশ্রয় নেওয়া বন্যার্ত মানুষের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে তিনি সেখানে একটি টিউবওয়েল ও ল্যাট্রিন স্থাপন করে দেন। স্যানিটাইজার বিতরণ ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন দোকান, গাড়ি, শ্রমিক ও পথচারীদের মধ্যে এ স্যানিটাইজার বিতরণ করা হয়। যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সহযোগিতায় স্যানিটাইজার বিতরণের সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস প্রমুখ। অনুদান প্রদান ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ঐচ্ছিক তহবিল থেকে ফকিরহাটে ৩৫ জন হরদরিদ্রের মধ্যে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অসহায় ও হতদরিদ্রদের মধ্যে এ চেক প্রদান করেন উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাশ। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, আওয়ামী লীগ নেতা দাউদ হায়দার প্রমুখ। ওরিয়েন্টেশন সভা বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটের ফকিরহাট ও মোলস্নাহাট উপজেলার ৫ ইউনিয়নের কোভিড-১৯ ভলান্টিয়ারদের কাজের অগ্রগতি নিয়ে ওরিয়েন্টেশনের সভা করা হয়েছে। হাইসাওয়া জার্মান প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার ফকিরহাট উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাস। হাইসাওয়া প্রকল্প কর্মকর্তা মাহাবুবুর রশিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ইউএনও মোসা. শাহানাজ পারভিন ও এসিল্যান্ড রহিমা সুলতানা বুশরা। স্মরণসভা কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে কাজীপুরের গান্ধাইল ইউনিয়নের উদগাড়ী বাজার সংলগ্ন দি হলি চাইল্ড কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুলে। বৃহস্পতিবার স্কুলের অ্যাকাডেমিক ভবনে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। গান্ধাইল ইউনিয়ন আ'লীগ সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় মরহুমের বড় ছেলে প্রকৌশলী তানভীর শাকিল জয় মোবাইলে তার বক্তব্য জানান। চেক বিতরণ ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দুইজন রোগীকে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়েছে। বুধবার ইউএনও কার্যালয়ে এ চেক বিতরণ করেন ইউএনও মো. মুন্তাসির হাসান। চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন। মাস্ক বিতরণ শেরপুর প্রতিনিধি শেরপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজি মতিউর রহমান মতি নিজ অর্থায়নে শহরের নয়আনী বাজার মহলস্নায় হাট-বাজারে আসা মাস্কবিহীন মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেছেন। জেলা শহরের বিভিন্ন হাটবাজারে যাওয়া সাধারণ মানুষকে মাস্কবিহীন চলাফেরা করার কারণে সাবেক এ প্যানেল মেয়র বিনামূল্যে সাধারণ মানুষের মধ্যে এ মাস্ক বিতরণ করার সিদ্ধান্ত নেন। প্রেস ব্রিফিং নরসিংদী প্রতিনিধি নরসিংদীর মাধবদী পৌরসভা সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধে পৌরসভার ৪ ও ৫নং ওয়ার্ডে ঝুঁকিপূর্ণ এলাকায় বাস্তবায়িত কার্যক্রমের ওপর প্রেস ব্রিফিং বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদার, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, ইউএনও তাছলিমা আক্তার প্রমুখ। সামগ্রী প্রদান শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি মুন্সীগঞ্জের শ্রীনগরে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক গোলাম সারোয়ার কবীর সুরক্ষাসামগ্রী প্রদান করেছেন। বৃহস্পতিবার শ্রীনগর প্রেসক্লাবে উপজেলা দাফন-কাফন দলকে প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, ইসলামিক ফাউন্ডেশন দাফন-কাফন দলের সদস্য ও উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতি ইছহাক, হরপাড়া জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল আলীম প্রমুখ।