সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০৩ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
অনুদান প্রদান হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে সেন্ট্রাল অক্সিজেন সিন্টেম স্থাপনের জন্য আবুল কাশেম ফাউন্ডেশনের উদ্যোগে ও মেখল মানবিক আইসোলেশনের পক্ষ থেকে ১ লাখ টাকা অনুদান দিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আইসোলেশনের প্রধান উদ্যোক্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম। ইউএনও রুহুল আমিনের কাছে এ অনুদান তুলে দেন তিনি। চেক বিতরণ ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মসজিদ, মন্দির ও মাদ্রাসায় মোট ৩ লাখ ৭৯ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে অনুদানের এ চেক বিতরণ করা হয়। ইউএনও মো. জাকির হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আব্দুল হাদী, সংসদ সদস্যের পিএস আব্দুল মতিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ। গণস্বাক্ষর কর্মসূচি রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরে অবস্থিত রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বেহাত হওয়া সম্পত্তি পুনরুদ্ধার, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ করে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের জন্য মতামত সংগ্রহ ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রাক্তন, বর্তমান ও উপজেলাবাসীর ব্যানারে রাজাপুর প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. বাবু সঞ্জিব কুমার বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান জাকারিয়া সুমন প্রমুখ। ভিত্তিপ্রস্তর স্থাপন সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি পাবনার সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ব্যস ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার অ্যাড. শামসুল হক টুকু এমপি প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুলস্নাহ আল মাহমুদ দেলোয়ার, ইউএনও এসএম জামাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিবর রহমান, প্রেসক্লাবের সম্পাদক আবুল কাশেম ও ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোমেন হোসেন রন্‌জু। আক্রান্ত ১ মান্দা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর মান্দা উপজেলার ১নং ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৪ জুন রাত থেকে জ্বর-সর্দি কাশি ও শরীর ব্যাথায় ভুগছিলেন। কোন ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। তাই গত ২৭ জুন উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নমুনা প্রদান করেন। এরপর থেকে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন।