বরিশালে সুরক্ষাসামগ্রী ছাড়াই কাজ করছেন পিচরেট শ্রমিকরা

প্রকাশ | ০৪ জুলাই ২০২০, ০০:০০

বরিশাল অফিস
বরিশালে করোনার সুরক্ষাসামগ্রী ছাড়াই কাজ করে যাচ্ছেন বিদু্যৎ বিভাগের মাঠপর্যায়ের কর্মচারীরা। এতে করে একদিকে তারা নিজেরা যেমন স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন, তেমনি বাড়ি বাড়ি গিয়ে মিটার রিডিং সংগ্রহ করায় সাধারণ মানুষের ঝুঁকি বাড়ছে। এ থেকে উত্তরণের জন্য ওজোপাডিকো পিচরেট শ্রমিক কল্যাণ সমিতির বরিশালের নেতৃবৃন্দ সরকারিভাবে সুরক্ষাসামগ্রী দেওয়ার দাবি জানিয়েছেন। জানা গেছে, গত ২০-২৫ বছর ধরে পিচরেট শ্রমিক কর্মচারীরা গ্রাহকের বাড়ি গিয়ে মিটার রিডিং গ্রহণ করাসহ বিল পুনরায় বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ করে আসছেন। তাদের বিল বিতরণকারী হিসেবে নিয়োগ না দেওয়া হলেও তারা কাজ চালিয়ে যাচ্ছেন। তবে করোনার সময় সংকটে পড়েছেন তারা। ওজোপাডিকো পিচরেট শ্রমিক কল্যাণ সমিতির বরিশাল জেলা সাধারণ সম্পাদক রেজাউল হক পলাশ জানান, বিভিন্ন সরকারি দপ্তরের কাজ এ সময়ে কমিয়ে আনা হলেও বিদু্যৎ বিভাগে সে সুযোগ নেই। পিচরেট শ্রমিকরা বাড়ি বাড়ি গিয়ে মিটার রিডিং সংগ্রহ করাসহ বিল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। এছাড়া সংযোগ বিচ্ছিন্নকরণ, রাজস্ব আদায়, প্রত্যয়নপত্র বিতরণ ও সিস্টেম লস কমানোয় সহায়তা করেন তারা। এজন্য তাদের সার্বক্ষণিক মাঠে থাকতে হলেও সরকারের পক্ষ থেকে কোনো সুরক্ষাসামগ্রী দেওয়া হয়নি। সংগঠনটির জেলা সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন বলেন, প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রীর অভাবে অনেক শ্রমিক ইতোমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন। পিচরেট শ্রমিক কল্যাণ সমিতির জেলা সভাপতি সিরাজুল ইসলাম মানিক করোনার উপসর্গ নিয়ে গত শনিবার মারাও গেছেন।