হবিগঞ্জে বিচারক করোনায় আক্রান্ত

প্রকাশ | ০৪ জুলাই ২০২০, ০০:০০

হবিগঞ্জ প্রতিনিধি
বিচারক ও ১৩ কর্মচারী করোনায় আক্রান্ত শনাক্ত হওয়ায় হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) আদালতের কার্যক্রম আগামী ১১ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল স্বাক্ষরিত এক নোটিশে আদালতটির কার্যক্রম স্থগিত করা হয়। এতে বলা হয়, একজন বিচার বিভাগীয় কর্মকর্তা ও ১৩ জন কর্মচারী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ ছাড়া ৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তাসহ বেশ কিছু কর্মচারী হবিগঞ্জ পৌরসভার রেডজোনে বসবাস করছেন। বিচারকসহ আক্রান্ত সকলেই আইসোলেশনে রয়েছেন। যে কারণে বিচারকাজ করা সম্ভব হচ্ছে না। এ জন্যই আগামী ১১ জুলাই পর্যন্ত সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।