সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৪ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
করোনা জয় বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ২২ দিন চিকিৎসা শেষে করোনা মুক্ত হলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউপি সদস্য জাকির হোসেন। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ হওয়ায় ইউপি সদস্য জাকির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। জাকির হোসেন বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের টানা তিনবারের নির্বাচিত ইউপি সদস্য। পিপিই প্রদান দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর দুমকিতে করোনা প্রতিরোধে আজমত গ্রম্নপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) প্রফেসর ডা. আবদুল ওহাব মিনারের পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদের মাঝে পার্সোনাল প্রটেক্ট ইকুইপমেন্ট (পিপিই) বিতণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব দুমকির সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে 'আমার বাংলাদেশ পার্টি'র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এবং বিশিষ্ট সাংবাদিক প্রকৌশলী মো. কামাল হোসেন উপস্থিত থেকে প্রেসক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন সুমন ও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমানের হাতে (পিপিই) তুলে দেন। মানববন্ধন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি দুর্গাপুরে রাস্তার অসমাপ্ত কাজ দ্রম্নত সম্পন্নের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. সিরাজ মিয়া, সিপিবি উপজেলা কমিটির সদস্য শামছুল আলম খান, কৃষক সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, হাফেজ আবু তাহের। করোনা আক্রান্ত খানসামা (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের খানসামায় কর্মসংস্থান ব্যাংক কর্মকর্তাসহ ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৬ জন এবং সুস্থ হয়েছেন ৯ জন। করোনা পজিটিভ রিপোর্ট আসার পর রাতেই উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম বাড়ি বাড়ি গিয়ে করোনায় আক্রান্ত ব্যক্তিদের খোঁজ-খবর নেন ও তাদের অবস্থানরত প্রতিষ্ঠান ও বাড়ি লকডাউন ঘোষণা করেছে। জরিমানা আদায় শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি লবলং খালের ওপর স্থাপনা নির্মাণ করে স্রোতধারাকে বাধাগ্রস্ত করা ও পরিবেশদূষণের অভিযোগে গাজীপুর জেলার শ্রীপুরের দুই কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ৩ মাসের মধ্যে খালকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর পৌর এলাকার বেতঝুড়ি গ্রামের ডিগনিটি টেক্সটাইল লিমিটেডকে ৩ লাখ টাকা ও বেড়াইদেরচালা গ্রামের ইন্টিগ্রেটেড টেক্সটাই রিসোর্সেস লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান। স্মরণসভা বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা সরারচর শিবনাথ বহুমুখী উচ্চবিদ্যাললেয়র প্রতিষ্ঠাতা বাবু শিবনাথ সাহার ১৭১তম জন্মবার্ষিকী উপলক্ষ্য উত্তরাধিকার ফাউন্ডেশনের স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন বাবু সঞ্জিত কুমার সাহা। বক্তব্য রাখেন হাবিবুর রহমান স্বপন, মো. আকরাম হোসেন, ভূইয়া, ডা. বিকাশ চন্দ্র সাহা রানা, উত্তরাধিকার ফাউন্ডেশনের প্রচার-প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম কাজল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুখন দত্ত। কার্যক্রম উদ্বোধন টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর বাসস্ট্যান্ডে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার মো. মাহবুব হাসান এ বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির মাহমুদ, রাজৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোতালেব মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, ওসি খোন্দকার শওকত জাহান। সহায়তা প্রদান পাবনা প্রতিনিধি মহাপ্রাণঘাতী করোনাভাইরাস বিপর্যয়ে অসহায়, দরিদ্র, কর্মহীন ৪০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন পাবনা বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরাজ হোসেন। শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদের সামনে অত্র ইউনিয়ন ৪ শতাধিক অসহায় কর্মহীন পরিবারের মানুষের মাঝে ২০ কেজি চাউল ও আলু বিতরণ করা হয়।