রায়গঞ্জে চোরের উপদ্রবে রাত জেগে পাহারা

প্রকাশ | ০৪ জুলাই ২০২০, ০০:০০

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জের পলিস্নতে চোরের উপদ্রব বেড়েই চলেছে। প্রায় সময়ই বিভিন্ন এলাকায় চুরি হওয়ার সংবাদ আসছে। আতঙ্কে উপজেলার বিভিন্ন এলাকায় চোরের উপদ্রব ঠেকাতে রাত জেগে পাহারা দেওয়া শুরু হয়েছে। বুধবার রাতেও উপজেলার হাটপাঙ্গাসীর নওদা ডুমুর গ্রামের চার বাড়িতে চুরি হয়েছে। পুরানো পদ্ধতিতে সংঘবদ্ধ চোরের দল ঘরের সিঁধ কেটে এ চুরি সংঘটিত করে। চার বাড়ি থেকে প্রায় ১ লাখ টাকা নগদ, কৃষিপণ্য, মোবাইলসহ নিত্য দিনের ব্যবহার্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এছাড়া পৌরসভার লক্ষ্ণীকোলা আয়ের পাড়া ও চকনুর গ্রামের এক কৃষকের গোয়াল ঘর থেকে প্রায় ৪ লক্ষাধিক টাকা মূল্যমানের ৪টি গরু চুরি হয়। কোরবানি ঈদের আগে কৃষকের গরু চুরির খবর উপজেলাব্যাপী ছড়িয়ে পড়ায় গ্রাম্য কৃষকরা পালা করে পাহারা বসিয়েছে। উপজেলার পুলস্না, গ্রাম পাঙ্গাসী, ব্রহ্মগাছা, ধামাইনগরসহ বিভিন্ন অঞ্চলে কম বেশি চুরি সংঘটিত হওয়ায় এলাকাবাসী আতঙ্কে আছে। বিজ্ঞজনেরা বলছেন, করোনার ভয়াবহতায় রাতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল না থাকায় কিছু অভাবী সুযোগসন্ধানী মানুষ এ পেশা বেছে নিতে পারে। তাছাড়া রায়গঞ্জ ও এ এলাকার বাইরের পেশাদারি সংঘবদ্ধ চোরের দল এই কাজে নেমে পড়েছে।