সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৪ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
সংবাদ সম্মেলন সোনাতলা (বগুড়া) প্রতিনিধি বগুড়ার সোনাতলায় পূর্বশত্রম্নতার জের ধরে রবিউল ইসলাম রকি (৩০) নামে এক যুবকের ওপর বৃহস্পতিবার সন্ধ্যায় অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা ও ছুরিকাঘাতের ঘটনায় শুক্রবার দুপুরে সোনাতলা অস্থায়ী প্রেসক্লাব কার্যালয়ে ওই যুবকের পিতা মো. নুরুল ইসলাম আকন্দ বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। ওসি আব্দুলস্নাহ আল মাসউদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। ত্রাণ বিতরণ ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জামালপুরের ইসলামপুরে বৃহস্পতিবার সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল বন্যাকবলিত এলাকা কুলকান্দি ইউনিয়নের জিগাতলা, বেড়কুশা, হরিনধরা, টিনেরচর ভানবাসী ৬০০ পরিবারের মাঝে ১০কেজি করে ত্রাণের চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেন বিতরণ করেছেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড জামান আব্দুন নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান আ. খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তাহের, জনস্বাস্থ্য কর্মকর্তা রাকিব রহমান, উপজেলা আ'লীগ সহসভাপতি আ. রাজ্জাক লাল মিয়া। সামগ্রী বিতরণ নওগাঁ প্রতিনিধি নওগাঁ জেলা বিএনপির উদ্যোগে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া ৩ শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আলহাজ নাসির উদ্দীন আহমেদ, জেলা বিএনপির সাবেক সাধারষ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুসহ জেলা বিএনপি, জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। \হ কর্মশালা অনুষ্ঠিত ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলে ঘাটাইল উপজেলায় ১৪টি ইউনিয়নের বাছাইকৃত আদর্শ খামারিদের নিয়ে বৃহস্পতিবার থেকে ৩ দিনব্যাপী আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণে ভিটামিন ভ্যাকসিন সরবরাহসহ বিভিন্ন বিষয় নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মান্নানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা অফিসার ডা. আবু সাইদ সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন বাহাউদ্দিন সরোয়ার রিজভী, উপজেলা কৃত্রিম প্রজনন সহকারী পরিচালক ডা. তাপস কান্তি। বৃক্ষরোপণ কর্মসূচি টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি গাছা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী আমিন উদ্দিন সরকারের ব্যক্তিগত উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার গাছা থানা উত্তর খাইলকুর জামিয়া রাশিদিয়া মাদ্রাসা এতিমখানা ও বটতলা মৈরান রোড বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক মাওলানা মনির হোসেন আব্বাসি, গাছা থানা আওয়ামী কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি বাবুল হোসেন, সহকারী দপ্তর সম্পাদক লিয়াকত হোসেন। করোনা জয় খানসামা (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের খানসামায় প্রাণঘাতী কোভিড-১৯-কে হার মানিয়ে আইসোলেশন কেন্দ্র থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরও তিন করোনা রোগী। এর আগে ৬ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি গেছেন। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত ৩৩ জন রোগীর মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স চত্বরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের উপহারসামগ্রী ও সুস্থ হয়ে বাড়ি যাওয়ার ছাড়পত্র প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবু রেজা মো. মাহমুদুল হক। এ সময় উপস্থিত ছিলেন করোনা রোগীর চিকিৎসা-সংক্রান্ত মেডিকেল টিমের টিমলিডার ডা. ফারুক আহমেদ রিজওয়ান, মেডিকেল অফিসার নুর ফারিহা আইরিন, ডা. তন্বী প্রমুখ। জরিমানা আদায় লালপুর (নাটোর) প্রতিনিধি নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে আবু সাঈদ টুটুল নামের এক বালু উত্তোলনকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার গৌরীপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মালিথার ছেলে। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দু্যতির ভ্রাম্যমাণ আদালত লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর বালুরঘাট এলাকায় অভিযান চালান।