সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৪ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
চারা বিতরণ শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ২ হাজার গাছের চারা বিতরণ করেছেন গাজীপুর-৩১৬ সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসি। শুক্রবার উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামের ইন্দ্রবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে কৃষকলীগের নেতাকর্মীদের মাঝে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের দুই হাজার চারা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে জেলা কৃষকলীগের সভাপতি আতিকুর রহমান লিটন, উপজেলা কৃষকলীগের সভাপতি কবির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বাদ জুমা মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের মাতা ও সাবেক সংসদ সদস্য বিশিষ্ট পার্লামেন্টারিয়ান মরহুম আছাদুজ্জামানের সহধর্মিণী সদ্যপ্রয়াত মনোয়ারা জামানের স্মরণে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভেকেট সাইফুজ্জামান শিখর অংশ নেন। উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন। \হ করোনায় মৃতু্য ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়ীতে করোনাভাইসে আক্রান্তে হয়ে মোহনা বেগম (২৫) নামে এক মহিলার মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। করোনায় মৃতু্যবরণকারী মোহনা বেগম পৌর এলাকার উত্তর কৃষ্ণপুর গ্রামের মকছেদ আলীর মেয়ে। বৃহস্পতিবার রাতে দিনাজপুর কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মীরা স্বাস্থ্যবিধি মেনে ফুলবাড়ী কানাহার সরকারি কবরস্থানে তাকে দাফন করে। চেক প্রদান ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নন-এমপিও শিক্ষক-কর্মচারীর মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় পরিষদ মিলনায়তনে উপজেলার ৩টি কলেজ ও ৪টি স্কুলের ৬৭ জন শিক্ষকে ৫ হাজার টাকা ও ২৯ জন কর্মচারীকে ২৫০০ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। চেক প্রদান করেন উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন ও ইউএনও রাজিবুল আলম। দোয়া অনুষ্ঠিত ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মরহুম সিরাজুল ইসলাম স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল শুক্রবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভায় প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুরুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সহকারী অধ্যাপক আব্দুল খালেক পাঠান, সাংবাদিক আনিছুর রহমান মানিক, জালাল উদ্দিন সোহাগ, প্রভাষক সুলতান মামুন রতন, কৃষকলীগ নেতা আনিছুর রহমান ইমান প্রমুখ। একজনের মৃতু্য রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাটে করোনায় এক স্কুলশিক্ষকের মৃতু্য হয়েছে। তার লাশ ইসলামী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক দল দাফন সম্পন্ন করেছে। উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গোবধা গ্রামের সাবেক ইউপি সদস্য মজিবর রহমানের ছেলে জাহাঙ্গাীর আলম মুসা (৪৫) গত ১৫-১৬ দিন আগে করোনাভাইরাস উপসর্গ সর্দি-জ্বর দেখা দিলে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। সেখানে তার অবস্থা অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজে কোভিট-১৯ আইসোলেশনে ভর্তি হয়। গত ২৬ জুন মেডিকেল টিম তার নমুনা সংগ্রহ করে। আইসোলেশনে থাকা অবস্থায় শুক্রবার তিনি মারা যান। আটক ১ ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভারত সীমান্ত অতিক্রম করে নেশাগ্রস্ত অবস্থায় এক বিএসফ সদস্য অস্ত্রসহ বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করলে স্থানীয় জনতা আটক করে চাঁনশিকারী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করেন। শুক্রবার দুপুরে ভারত সীমান্ত পার হয়ে চাঁনশিকারী বিজিবি ক্যাম্পের প্রায় ৩ গজ পশ্চিমে একটি কার্লভাটের পাশে ৪৪ ব্যাটালিয়নের আলিপুর বিএসএফ ক্যাম্পের সদস্য আসাদ অস্ত্রসহ নেশাগ্রস্ত অবস্থায় বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করতে থাকলে স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করেন। আটকের পর তাৎক্ষণিক তাকে চাঁনশিকারী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।