স্থগিত উপনির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশ | ০৫ জুলাই ২০২০, ০০:০০

কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে স্থগিত হওয়া উপনির্বাচন দ্রম্নত সম্পন্নের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার কেশবপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে সুশীল সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধিরা সংবাদ সম্মেলন করে এ দাবি জানিয়েছেন। গত ২৯ মার্চ এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের কারণে নির্বাচন কমিশন গত ২১ মার্চ এ আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা করেন। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর বাজার বণিক সমিতির সভাপতি ও সংবাদ সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নাসির আহম্মেদ গাজী, সুশীল সমাজ প্রতিনিধি মুক্তিযোদ্ধা মনি মোহন ধর।