কাপাসিয়া ইউএনওর মানবিকতা

প্রকাশ | ০৫ জুলাই ২০২০, ০০:০০

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হুহু করে বাড়ছে গাজীপুরের কাপাসিয়ায়। এই প্রাণঘাতী করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় মানুষকে সচেতন করতে দিন-রাত কাজ করে যাচ্ছেন ইউএনও ইসমত আরা। বিপদের বন্ধু হিসেবে কাপাসিয়াবাসী পাশে পেয়েছেন তাকে। আক্রান্তদের হাসপাতালে পাঠানো, হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা, করোনায় মৃতদের দাফন-সৎকার, মোবাইলে অসহায় কর্মহীন মানুষের ফোন পেয়ে গোপনে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়াসহ বিভিন্ন কাজ করে করোনাকালে মানবিকতার এক অনন্য নজির স্থাপন করেছেন তিনি। ইউএনও ইসমত আরা বলেন, উপজেলার মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করা, অসহায়দের পাশে দাঁড়ানো, উপজেলা প্রশাসনের সেবার মান বাড়ানোসহ শান্তিশৃঙ্খলা বজায় রাখা তার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।