পাঁচ জেলায় ৫ লাশ উদ্ধার

নীলফামারী ও কুষ্টিয়ায় হামলায় দুইজন খুন

প্রকাশ | ০৫ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
স্বদেশ ডেস্ক নীলফামারী ও কুষ্টিয়ায় দুজন খুন হয়েছে। অন্যদিকে সিরাজগঞ্জের বেলকুচি, সুনামগঞ্জের ধর্মপাশা, নরসিংদীর শিবপুর, টাঙ্গাইলের কালিহাতী ও বরিশালের বাকেরগঞ্জে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর : নীলফামারী : নীলফামারীর পলাশবাড়ী ইউনিয়নের তরনীবাড়ী রেলস্টেশনে প্রেমঘটিত কারণে বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় তরনীবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামীম ইসলাম ১নং ওয়ার্ডের মৃত সোনা মিয়ার ছেলে। নিহতের চাচা নিলচান আলী জানান, শামীমকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সে মারা যায়। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল জানান, প্রাথমিকভাবে প্রেমঘটিত বিষয় মনে হচ্ছে। একজনকে আটক করা হয়েছে। কুষ্টিয়া : কুষ্টিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত হয়েছে। শুক্রবার বিকালে শহরের থানা পাড়ায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে থানা পাড়ার মন্দিরের পাশের মাঠে কয়েক যুবকের বাগ্বিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে কুঠিপাড়ার কামুর ছেলে তরিকুলকে ধাওয়া করে কয়েক যুবক। তরিকুল রাস্তার ওপর পালিয়ে চলে আসলে তাকে ধাওয়া করা যুবকরা ছুরিকাঘাত করে। বুকে ছুরিকাঘাত করার কারণে ঘটনাস্থলে নিহত হয় তরিকুল (২০)। তরিকুলের পিতা কামু রিকশাচালক। তরিকুল এন.এস রোডে তন্ময় প্রসাধনীতে সেলসম্যানের কাজ করত। বেলকুচি (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার গাড়ামাসী গ্রামে ঝর্না খাতুন (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃতু্যর ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার স্বামী রুহুল আমিন বাবু ও শাশুড়ি রিনা বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ। নিহতের মা ও বোনদের দাবি তাকে হত্যা করা হয়েছে। ঝর্না খাতুন বেলকুচি পৌর এলাকার চন্দনগাঁতী গ্রামের মৃত আমিরুল ইসলামের মেয়ে ও গাড়ামাসী গ্রামের আফজাল হোসেনের ছেলে রুহুল আমীন বাবুর স্ত্রী।  বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দীন ফারুকী বিপিএম, পিপিএম জানান, সন্ধ্যায় নিহতের খবর জানার পর ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। রহস্যজনক এ মৃতু্যর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ধর্মপাশা (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে পলস্নী বিদু্যতের ঝুলন্ত তারের সঙ্গে ধাক্কা লেগে নৌকা থেকে পড়ে গিয়ে  নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর বাবু মিয়া (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। নিহত বাবু মিয়া ওই ইউনিয়নের দৌলতপুর গ্রামের আজমল আলীর ছেলে। শিবপুর (নরসিংদী) : নরসিংদীর শিবপুরে মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়। শনিবার ভোরে উপজেলার শাষপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ আলী বিজয় ওরফে রিফাত (১৭)। সে শাষপুর (শহিদ মিনারসংলগ্ন) গ্রামের এলাকার আবদুর রশিদের ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে শিবপুর থানার ওসি মোলস্না আজিজুর রহমান জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষে থেকে অভিযোগ করলে তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর সাত বিল থেকে রানা (২২) নামে মাদকাসক্ত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক রানা ওই এলাকার মো. তারা মিয়ার ছেলে। জানা যায়, গত ২৪ জুন থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার বিকালে রামপুর পুরাতন বাজারসংলগ্ন সাত বিলে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। বরিশাল : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নে চরলক্ষ্ণীপাশা গ্রাম থেকে অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ওই গ্রামের পান্ডব নদীর তীরে একটি বাগান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহের পাশে ২-৩ কেজি আম ও মাছ ধরার চাঁই পাওয়া গেছে।