জন্মতারিখের ভুলে বেতন পাচ্ছেন না নৈশপ্রহরী

প্রকাশ | ০৫ জুলাই ২০২০, ০০:০০

চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি
এমপিও কপিতে জন্মতারিখ ভুলের কারণে তিন মাস বেতন পাচ্ছে না কুমিলস্নার চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার নৈশপ্রহরী আবু তাহের পাটোয়ারী। তার ইনডেক্স নং-৭০১৪৮৫। করোনা মহামারির সময়ে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাদ্রাসা বন্ধ থাকলেও রাতে তার ডিউটি চলমান। কিন্তু জন্মতারিখ ভুলের কারণে করোনা দুর্যোগকালীন বেতন না পাওয়ায় কষ্টে সংসার জীবন কাটছে আবু তাহের পাটোয়ারীর। মঙ্গলবার কাগজপত্র পর্যালোচনা করে জানা গেছে, উপজেলা সদরের চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার এমএলএসএস আবু তাহের পাটোয়ারীর এমপিও কপিতে জন্মতারিখ ১৯৬০ সালের ১ মার্চ। কিন্তু চিওড়া বেগম ফয়জুন্নেছা উচ্চবিদ্যালয়ের ১৯৮৯ সালের প্রত্যয়নপত্র, ২০০৭ সালের ২৫ সেপ্টেম্বর করা জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (নং-৪১৮০৬৬৪০৫৬) অনুযায়ী তার জন্মতারিখ ১৯৬৩ সালের ১ মার্চ। এমপিও কপি অনুযায়ী নৈশপ্রহরী হিসেবে তার চাকরির মেয়াদ শেষ হয়েছে। এ কারণে বন্ধ রয়েছে এমপিও বেতন। ফলে কষ্টে জীবন কাটছে আবু তাহের পাটোয়ারীর। কিন্তু সনদ অনুযায়ী তার চাকরির মেয়াদ আরও তিন বছর আছে। এমপিও কপিতে জন্মতারিখ সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করে প্রতিষ্ঠান প্রধান এ কে এম শামছুদ্দিনের আবেদনের প্রেক্ষিতে চলতি বছরের ৬ জানুয়ারি জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মজিদ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে একটি আবেদন (স্মারক নং-৩৭.০২.১৯০০.০০০.৯৯.০০৪.২০.৭) প্রেরণ করেন। সমস্যাটি সমাধানে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সহায়তা কামনা করেছে আবু তাহের পাটোয়ারী।