সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৫ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
দোয়া মাহফিল দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি ব্যারিস্টার নাঈম হাসান সমর্থন গোষ্ঠীর উদ্যোগে কুমিলস্না উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক কেন্দ্রীয় বঙ্গমাতা পরিষদের উপদেষ্টা মরহুম হাসান জামিল সাত্তারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া, নৈয়ার, দাউদকান্দি ঈদগাহ, হাসানপুর, গোয়ালমারী এলাকার কয়েকটি মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়েছে। আক্রান্ত ১৩ হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি পুলিশ সদস্য ৯ জন, শিক্ষক ১ জন, ব্যাংক কর্মকর্তা ২ জন ও একজন এনজিও কর্মকর্তাসহ নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় করোনাই নতুন আক্রান্ত ১৩ জন। শুক্রবার সবাই বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের মেডিকেল অফিসার ডাক্তার নিজাম উদ্দিন মিজান। উলেস্নখ্য, হাতিয়াতে শুক্রবার পর্যন্ত ৪১৪ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে ৪১২ জনের নমুনার ফল পাওয়া যায়। যাতে ৩৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। মানববন্ধন পোরশা (নওগাঁ) প্রতিনিধি করোনা টেস্ট ফি বাতিল, স্বাস্থ্য খাতে ভয়াবহ লুটপাট ও চরম অব্যবস্থাপনা, সীমান্তে নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখা। শনিবার বেলা ১১টায় পোরশা উপজেলার সরাইগাছি মোড় দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্ব দেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার সভাপতি আহম্মদ শাফী। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন পোরশা শাখার সভাপতি তৈয়ব শাহ্‌ চৌধুরী ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। বুথ উদ্বোধন সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি করোনাভাইরাস দুর্যোগ মোকাবিলায় রোগী ও স্বাস্থ্যকর্মীদের সুবিধা ও সংক্রমণ রোধে সখীপুর উপজেলায় স্যাম্পল কালেকশন বুথ উদ্বোধন করা হয়েছে। বুয়েট ছাত্রলীগের সাবেক নেতাদের সহযোগিতায় বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদের সৌজন্যে বৃস্পতিবার সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে এ বুথের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র আবু হানিফ আজাদ। স্মরণসভা এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জের এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আওয়ামী লীগের সদ্য প্রয়াত প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দলীয় কার্যালয়ে থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহ আলমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ বজলুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শওকত আলী, যুবলীগের নেতা আকতার সরকার, থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আলআমিন ও গোলাম কিবরিয়া বাবু প্রমুখ। মতবিনিময় সভা হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের হালুয়াঘাটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন থানায় নবযোগদানকৃত ওসি মাহমুদুল হাসান। শুক্রবার রাত ৮টায় অফিসার ইনচার্জের নিজ কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে উপস্থিত সাংবাদিকরা সদ্য যোগদানকৃত ওসি মাহমুদুল হাসানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন এস টিভি ও বাংলা টিভি চ্যানেলের হালুয়াঘাট প্রতিনিধি মোহাম্মদ শাহ আলম, দৈনিক ভোরের সময়ের প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি শুভাশীষ সরকার শুভ প্রমুখ। ঢেউটিন বিতরণ ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি সুনামগঞ্জের ছাতকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গৃহহীন ৬টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ। শনিবার উপজেলার ধারণবাজার থেকে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামের মনির উদ্দিন, তেরাব আলী, মকদ্দুছ আরী, আব্দুল মন্নান, মহরম আলী ও ফুরকানচক গ্রামের নুরুল ইসলামের পরিবারের মধ্যে এসব ঢেউটিন বিতরণ করা হয়। বিতরণকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্রেট সুহেল মাহমুদ, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির প্রমুখ উপস্থিত ছিলেন।