মান্দায় দু'বছরেও মেরামত হয়নি ভাঙা বাঁধ! পস্নাবিত জমির ফসল

প্রকাশ | ০৫ জুলাই ২০২০, ০০:০০

মাহবুবুজ্জামান সেতু, মান্দা (নওগাঁ)
নওগাঁর মান্দার শিব নদীর টেংরা নামক স্থানে ভেঙে যাওয়া বেড়িবাঁধ -যাযাদি
নওগাঁর মান্দা উপজেলার শিব নদীর বেড়িবাঁধ ভেঙে যাওয়ার দু'বছর হলেও তা মেরামত করা হয়নি। গত কয়েক দিনের ভারী বর্ষণ ও উজানে পানি বৃদ্ধির কারণে আত্রাই ও শিব নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে উপজেলার শিব নদীর টেংরা নামক স্থানে গত দু'বছর আগে ভেঙে যাওয়া ওই বাঁধ দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করে পস্নাবিত হয়েছে কয়েক লাখ হেক্টর জমির ফসল। আর ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। এতে করে কয়েক হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। শিগগির ভেঙে যাওয়া অংশ মেরামত না করলে বন্যার পানিতে আরও অধিক ক্ষতির আশঙ্কা করছে স্থানীয়রা। জানা গেছে, উপজেলার ৯নং তেঁতুলিয়া ইউনিয়নের শিব নদীর বেরিবাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করে তেঁতুলিয়া ও কালিকাপুর ইউনিয়নের কয়েক লাখ হেক্টর জমির ধান ও অন্যান্য রবিশস্য পস্নাবিত হয়েছে। পানিতে ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। এছাড়াও পানি প্রবেশ করে গ্রামীণ কাঁচা রাস্তাঘাট তলিয়ে গেছে। প্রতিদিনই যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে এতে করে কয়েক শত গ্রামবাসী আতঙ্কে রয়েছে। নওগাঁ পাউবোর নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খান বলেন, স্থানীয়দের কেটে দেওয়ার জন্যই বাঁধের ওই অংশটুকু বার বার ভেঙে যায়। স্থানীয়দের সচেতন হতে হবে। এছাড়াও ওই অংশটুকু দ্রম্নত মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।