৪৮ বছর পর নির্মাণ হচ্ছে দরগাপাশা ইউপি ভবন

প্রকাশ | ০৫ জুলাই ২০২০, ০০:০০

দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
স্বাধীনতার ৪৮ বছর পরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির প্রচেষ্টায় নির্মাণ হচ্ছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদ কমপেস্নক্স ভবন। আনন্দে উলস্নসিত এলাকাবাসী। উপজেলা প্রকৌশলীর (এলজিইডি) অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ কমপেস্নক্স ভবন নির্মাণ প্রকল্পের (২য় পর্যায়) মাধ্যমে জিওভি ফান্ডের অর্থায়নে এক কোটি ৯৩ লক্ষ ৩৭১.২৬ টাকা ব্যয়ে উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা হবে। দরপত্রের মাধ্যমে প্রকল্পটির কাজ পায় আনোয়ার এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ১৮ জুন উপজেলা প্রকৌশল ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিস্বাক্ষর করেন। প্রকল্পটি জুলাই মাস হতে আগামী ৯ মাসের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ সম্পন্ন করার কথা রয়েছে। \হ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী (বর্তমান পরিকল্পনামন্ত্রী) এম এ মান্নান এমপি। সরেজমিনে দেখা যায়, দরগাপাশা ইউনয়িন পরিষদের কার্যক্রম একটি পুরাতন জরাজীর্ণ ছোট্ট বিল্ডিংয়ে কার্যক্রম চলছে। মূল ভবনে জায়গা না থাকায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার অন্য জায়গায় পরিচালিত হচ্ছে। এলাকার জনসাধারণকে সেবা দিতে অনেক কষ্ট হচ্ছে ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবের। এ ব্যাপারে দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন জানান, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপির প্রচেষ্টায় পরিষদ ভবন নির্মাণ হচ্ছে। তাই তিনি প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীকে এলাকাবাসীর পক্ষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।