ওসির অপসারণ দাবি ৭ ইউপি চেয়ারম্যানের

প্রকাশ | ০৫ জুলাই ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদের অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলার সাত ইউপি চেয়ারম্যান। জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ এনে তার অপসারণ দাবি করা হয়। শনিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আশুগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন। উপস্থিত ছিলেন চর-চারতলা ইউপি চেয়ারম্যান জিয়া উদ্দিন খন্দকার, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু, তালশহর চেয়ারম্যান আবু শ্যামা। আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, ওনারা জনপ্রতিনিধি। তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতেই পারেন। তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।