বাজিতপুর-মটভাঙ্গা ৪ কিমি রাস্তার বেহাল অবস্থা

প্রকাশ | ০৫ জুলাই ২০২০, ০০:০০

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের পাড়া বাজিতপুর-মটভাঙ্গা ৪ কিলোমিটার রাস্তা গত ১০ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তাটির মধ্যে এখন শতাধিক গর্ত হয়ে জনসাধারণের চলাচলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। হাওড় এলাকার গুরুই ইউনিয়ন ও ছাতিরচর ইউনিয়নের শুকনা ও বর্ষাকালে একমাত্র এই রাস্তা দিয়ে দুই ইউনিয়নের প্রায় ১২ হাজার লোকজন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ছোট ও বড় ধরনের দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। কিন্তু প্রশাসনসহ সরকারি দলের এলাকার রাজনীতিবিদরা কোনো খেয়াল নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এছাড়া প্রতিদিন এই রাস্তা দিয়ে সিএনজি, অটো বাইক, অটোরিকশা চলাচল করতে গিয়ে ইউনিয়নবাসীর কষ্টের কোনো অন্ত নেই। রোগীর গাড়ি গুরুই হতে পাড়া বাজিতপুর পর্যন্ত আসতে গিয়ে মুমূর্ষু অবস্থা হয়ে পড়ে। শনিবার সরেজমিন গেলে এই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবু তাহেরের সঙ্গে কথা বললে তিনি এই প্রতিবেদককে বলেন, করোনাভাইরাসের আগে স্থানীয় সংসদ সদস্য আলহাজ মো. আফজাল হোসেন এই রাস্তাটি উদ্বোধন করে গেছেন বলে উলেস্নখ করেন। তিনি বলেন, হয়তো করোনাভাইরাসের কারণে রাস্তার কাজ বিলম্ব হচ্ছে। নিকলী উপজেলা এলজিডি ইঞ্জিনিয়ার মো. আব্দুল গনি বলেন, রাস্তার কাজ অচিরেই শুরু হওয়ার কথা রয়েছে। কী কারণে উন্নয়ন কাজ হচ্ছে না, এই বিষয়ে তিনি অবগত নন।