রূপগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিক ছাঁটাই আতঙ্ক, চাপা কান্না

প্রকাশ | ০৬ জুলাই ২০২০, ০০:০০

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল জোন রূপগঞ্জের শিল্পাঞ্চলে অঘোষিতভাবে ও কৌশলী পন্থায় শ্রমিক ছাঁটাই চলছে। ইতোমধ্যে কয়েকটি টেক্সটাইল মিলে শ্রমিক ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। চাউর রয়েছে গার্মেন্ট কারখানাগুলোতেও সহসা শ্রমিক ছাঁটাই শুরু হবে। এমন খবরে রূপগঞ্জের গোটা শিল্পাঞ্চলে শ্রমিক ছাঁটাই আতঙ্ক চলছে। শিল্পাঞ্চলের প্রায় ২ লাখ শ্রমিকের মাঝে চাকরি হারানোর শঙ্কা রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, রূপগঞ্জের তারাব, ভুলতা, গোলাকান্দাইল ও কাঞ্চন এলাকা নিয়ে শিল্প এলাকা গড়ে উঠেছে। এখানে টেক্সটাইল, গার্মেন্টসহ ছোট-বড় মিলিয়ে প্রায় সাড়ে ৩শ শিল্পকারখানা রয়েছে। রবিনটেক্স টেক্সটাইল, পদ্মা টেক্সটাইল, অনুপম হোসিয়ারী, অনন্ত নিটিং অ্যান্ড ফিনিশিং, শরীফ মেলামাইন, বাংলাদেশ মেলামাইনসহ অসংখ্য শিল্পকারখানা রয়েছে। করোনার অজুহাতে রবিনটেক্স টেক্সটাইল কারখানা, অনুপম হোসিয়ারি, অন্তিম নিটিং অ্যান্ড ফিনিশিং ও পদ্মা টেক্সাটাইল কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। গত কয়েকদিনে এসব শিল্পকারখানা থেকে ৫ হাজার শ্রমিক ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। নিয়ম-কানুন না মেনে অবৈধভাবে শ্রমিকদের অব্যাহতিপত্রে স্বাক্ষরে বাধ্য করা হচ্ছে বলে দাবি করেছেন শ্রমিকরা। শ্রমিকদের বেতন, ঈদ বোনাস ও শ্রম আইন অনুযায়ী অন্যান্য পাওনা না বুঝিয়ে খালি হাতে বিদায় করে দিয়েছে। অনুসন্ধানে জানা গেছে, কারখানাগুলো শ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রে দুটি কৌশল ব্যবহার করছেন। রবিনটেক্স টেক্সটাইল, অন্তিম নিটিং অ্যান্ড ফিনিশিং ও পদ্মা টেক্সটাইলে শ্রমিকদের নিকট থেকে বাধ্যতামূলক তিন মাসের ছুটির আবেদনে স্বাক্ষর নিয়ে বেতন ছাড়াই বিদায় করে দিচ্ছে। এক্ষেত্রে অনুপম হোসিয়ারী ভিন্ন পন্থা নিয়েছে। এরা শিক্ষানবিশ শ্রমিক নিয়োগের কথা বলে শ্রমিক ছাঁটাই করছেন। রবিনটেক্স টেক্সটাইল কারখানার প্রশাসন বিভাগের সঙ্গে এসব ব্যাপারে কথা বলতে চাইলে তারা কোন কথা বলতে রাজি হননি।