সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৬ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
রোগী শনাক্ত ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি পাবনার ঈশ্বরদীতে গত শনিবার ও রোববার দুইদিনে সর্বোচ্চ ৮৭ জনের করোনা পজিটিভের খবর পাওয়া গেছে। এ উপজেলায় সর্বমোট করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়াল ১২২ জনে। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা আসমা খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রূপপুর পারমাণবিক বিদু্যৎ প্রকল্পের ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান পাহাড়পুর কোলিং টাওয়ার লিঃ-এর ৫৯ জন, ঈশ্বরদী স্বাস্থ্য কমপেস্নক্স থেকে ঢাকা পাঠানো ল্যাবের ফলাফলে ২৪ এবং বগুড়া ল্যাবের ফলাফলে আরও ৪ জনের করোনা পজিটিভ এসেছে। অনুদান প্রদান ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের একমাত্র পস্নাটফর্ম ফটিকছড়ি প্রেসক্লাবের ভবন নির্মাণে দুই লাখ টাকা অনুদান দিলেন মানারাত ইন্টারন্যাশনাল প্রা. লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ ব্যবসায়ী ফটিকছড়ির কৃতী সন্তান মাহমুদুল হাসান রনি। শনিবার তিনি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুলস্নাহ কুরাইশীর হাতে এ অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক মীর জামাল হোসেন টিপু। দুই লাখ টাক অনুদান প্রদান করায় তরুণ ব্যবসায়ী মাহমুদুল হাসান রনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহেদুলস্নাহ কুরাইশী, সাধারণ সম্পাদক রফিকুল আলম। কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি পুলিশের সেবা সাধারণ মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে নাসিক ২নং ওয়ার্ডে মিজমিজি কান্দাপাড়া এলাকায় শনিবার বিট পুলিশিং কার্যালয় (বিট নং-২) উদ্বোধন করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. রুবেল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক। বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আশফাক রাসেল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, নাসিক ২ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন ও সাবেক মেম্বর আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম প্রমুখ।