সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৬ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
পিপিই বিতরণ দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও পিপিই বিতরণ করা হয়েছে। শনিবার দেলদুয়ার উপজেলা মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত পিপিই ও বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। দেলদুয়ার ইউএনও মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ। জরিমানা আদায় সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি নীলফামারীর সৈয়দপুরে ইয়াবা সেবনের দায়ে ইউসুফ হোসেন জিতু (২৫) নামে এক যুবককে ১ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সে শহরের বাবু পাড়া এলাকার মৃত ওমর আলীর ছেলে। শনিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম ওই আদেশ দেন। পার্ক উদ্বোধন দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা সদরের মাদারকোল এলাকায় শনিবার বঙ্গবন্ধু শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। এ সময় দেলদুয়ার ইউএনও মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, এসিল্যান্ড রোজলিন শহীদ চৌধুরী, দেলদুয়ার থানার ওসি সাইদুল হক ভূইয়া। অনুদান প্রদান রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি রাঙামাটির রাজস্থলী উপজেলার ১২ জন নন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান। এর মধ্যে ৪ জন শিক্ষককে জনপ্রতি ৫ হাজার টাকার চেক এবং ৮ জন কর্মচারীকে ২৫০০ টাকার চেক প্রদান করা হয়েছে। রোববার ইউএনও শেখ ছাদেক তার দপ্তরে শিক্ষক-কর্মচারীদের হাতে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান তুলে দেন। এ সময় উপজেলা রাজস্থলী উপজেলা প্রেসক্লাব সভাপতি আজগর আলী খান উপস্থিত ছিলেন। ঘিলাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কুমার তনচংগ্যা বলেন, 'নন-এমপিওভুক্ত শিক্ষকদের মানবিক চিন্তা করে যে সহায়তা প্রদান করেছেন গোটা শিক্ষক সমাজ আজ প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে।'