তিন জেলায় অভিযানে আটজন আটক

প্রকাশ | ০৬ জুলাই ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
রংপুর, কুষ্টিয়া ও কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন অভিযোগে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে আটজনকে আটক করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর : রংপুর : রংপুরে ভ্যান গাড়িতে করে ভুট্টার বস্তার ভেতর ফেন্সিডিল পাচারের সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর ডিবি পুলিশ। এ সময় ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ভ্যানগাড়িসহ চালককেও আটক করা হয়। শনিবার রাতে নগরীর বুড়িরহাট আনন্দলোক ডিগ্রি কলেজের সামনে থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- মাদক ব্যবসায়ী বাবলু মিয়া (৪০) ও ভ্যানচালক মমিনুল ইসলাম (২৫)। কুষ্টিয়া :র্ যাব-১২ জানায়, শনিবার রাতে অভিযান চালিয়ে দৌলতপুর উপজেলার পিপুলবাড়ীয়া এলাকার টুটুল (২২) এবং ছিলিমপুর এলাকার তৌফিক রানা সিয়ামকে (২০) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অন্যদিকে উপজেলার মশাউড়া এলাকায় পৃথক অভিযানে ৪৭ বোতল ফেনসিডিলসহ শিমুল (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে দৌলতপুর থানা পুলিশ। উখিয়া (কক্সবাজার) : কক্সবাজারের উখিয়ায় সাড়ে ৩ হাজার কেজি সরকারি ত্রাণের চাল উদ্ধার করেছের্ যাব-১৫। এ সময় তিনজনকে আটক করা হয়। শনিবার রাতের্ যাব-১৫'র একটি দল মরিচ্যা বাজারে অভিযান চালিয়ে এসব চাল জব্দ ও তাদের আটক করে।র্ যাব-১৫'র সহকারী পরিচালক এএসপি আব্দুলস্নাহ মোহাম্মদ শেখ সাদী জানান, আটককৃতরা হলেন- উখিয়ার হলদিয়া পালংয়ের এহসান (৩২), পশ্চিম হলদিয়া পালংয়ের কালাম (৩০) এবং পাগলির বিলের আবুল কালাম (৪৮)।