দুর্গতদের সহায়তা অব্যাহত

প্রকাশ | ০৬ জুলাই ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
খুলনায় সিটি মেয়র তালুকদার আবদুল খালেক কর্মহীন লেদার শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন -যাযাদি
করোনাভাইরাস ও বন্যাদুর্গতদের জন্য বিভিন্ন স্থানে খাদ্যসহায়তা দেওয়া অব্যাহত আছে। আমাদের অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর: খুলনা :করোনাভাইরাস প্রতিরোধে রোববার সকালে নগরীর শঙ্খ মার্কেট চত্বরে ৮৫ জন কর্মহীন শ্রমিককে চালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ, লেদার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। ইসলামপুর (জামালপুর) : জামালপুরের ইসলামপুরে বানভাসী মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল দিনব্যাপী বন্যাকবলিত কুলকান্দি ইউনিয়নের সর্দারপাড়া ও ছড়াবিল এলাকায় ৮০০ পরিবারের মধ্যে চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জামান আব্দুন নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না প্রমুখ উপস্থিত ছিলেন। ধুনট (বগুড়া) : শনিবার বিকালে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বৈশাখী চরে নৌকায় ঘুরে ৩০০ মানুষের মধ্যে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবর রহমানের পক্ষে ত্রাণসামগ্রী পৌঁছে দেন তার ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি। ইউএনও সঞ্জয় কুমার মোহন্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন।