নীলফামারীতে বাড়ছে নিত্যপণ্যের দাম

প্রকাশ | ০৭ জুলাই ২০২০, ০০:০০

এসএ প্রিন্স, নীলফামারী
নীলফামারীর বিভিন্ন বাজারে কাঁচামরিচ, আদা, রসুন ও শুকনো মরিচের দাম বেড়েই চলেছে। থেমে নেই সবজির দামও। এসব পণ্যের লাগামহীন দামে চাপের মুখে পড়েছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, বর্ষা মৌসুমে পানি উঠে আদা ও মরিচের খেত তলিয়ে যাওয়ায় এর জোগান কমে গেছে। ফলে দাম বেড়েছে। রোববার সকালে জেলা শহরের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ১৬০ টাকায়, আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। দুই দিন আগে ওই মরিচ খুচরা বাজারে বিক্রি হয়েছিল ২০০ টাকায়। আর আদা প্রকারভেদে ৬০ টাকা বেড়ে খুচরা বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। জেলা শহরের কিচেন মার্কেটে প্রকারভেদে ৮০ টাকার রসুন ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ৩৪ টাকার পেঁয়াজ ৪০ টাকা, ৫৬ টাকার চিনি ৬০ টাকা, খেসারির ডাল কেজিতে ৮ টাকা বেড়ে ৬৫ টাকা, ছোলা বুট ৬০ টাকা থেকে বেড়ে ৬৫ টাকায় বিক্রি করতে দেখা যায়। এদিকে, ব্রয়লার ও লেয়ার মুরগির দামও ঊর্ধ্বমুখী। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০ টাকায়, ব্রয়লার ১৭০ টাকায়, সোনালি ২২০ টাকা থেকে বেড়ে ২৪০ টাকায়, দেশি মুরগি ৩৮০ টাকায়, গরুর মাংস প্রকারভেদে ৫০০ থেকে ৫২০ এবং খাসির মাংস ৫০ টাকা বেড়ে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। জেলা মার্কেটিং কর্মকর্তা এটিএম এরশাদ আলম খান জানান, দোকানিদের মূল্য তালিকা টাঙ্গানোর জন্য বলা হয়েছে। ক্রেতাদের অভিযোগ স্বীকার করে তিনি বলেন, 'অসাধু ব্যবসায়ীদের ধরতে আমাদের বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।'