নরসিংদীর মরজালে ভুতুড়ে বিলের অভিযোগ

প্রকাশ | ০৮ জুলাই ২০২০, ০০:০০

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলস্নী বিদু্যৎ সমিতির আওতাধীন মরজাল জোনাল অফিসের বিদু্যতের ভুতুড়ে বিল নিয়ে দিশেহারা হয়ে পড়েছে এলাকাবাসী। সাধারণ মানুষের অভিযোগ, মিটারে বর্তমান রিডিংয়ের চেয়ে দুই-তিনগুণ বেশি বিদু্যৎ বিল দেওয়া হয়েছে। হোসেননগর গ্রামের মিজানুর রহমান বলেন, তার প্রতি মাসে বিল আসে ৫০০ থেকে ৬০০ টাকা। কিন্তু গত দুই মাসে যথাক্রমে ৩৯৯৪ ও ৫১৪২ টাকা বিল এসেছে। এমন ভুতুড়ে বিল আসায় তিনি কি করবেন বুঝতে পারছেন না। একই গ্রামের রহমত আলী বলেন, অতিরিক্ত বিদু্যৎ বিলের ব্যাপারে মরজাল জোনাল অফিসে যোগাযোগ করা হলে পরের মাসে বিল ঠিক করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু এক মাসের বেশি সময়েও তা ঠিক করা হয়নি।