সংবাদ প্রকাশের জের শিবগঞ্জে সওজের সড়ক সংস্কার

প্রকাশ | ০৯ জুলাই ২০২০, ০০:০০

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের ৪০০ মিটার সড়কের বেহাল দশা নিয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকায় সংবাদ প্রকাশের ১ মাসের মধ্যে সড়কটি সংস্কার করা হয়েছে। বুধবার সড়কের এ সংস্কার কাজ শেষ হয়। ২২ লাখ টাকা ব্যয়ে সড়কের এ সংস্কার কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান শুভ এন্টারপ্রাইজ। উপজেলার পৌর এলাকার জনতা ব্যাংক থেকে নাগরবন্দর পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের ৪০০ মিটার সড়ক খানাখন্দকে ভরপুর ছিল। সওজের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান বলেন, ঢাকা-রংপুর মহাসড়কের বাইপাস সড়ক হিসেবে মহাস্থান থেকে আমতলী পর্যন্ত সড়কটি সড়ক ও জনপথের আওতাধীন। এর আগে সড়কটির প্রায় ৮ কিলোমিটার সংস্কার করা হয়। কিছু দিনের মধ্যেই সড়কটি পাকাকরণের কাজ শুরু হবে।