খাদ্য সহায়তা অব্যাহত

প্রকাশ | ০৯ জুলাই ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
করোনাভাইরাসে কর্মহীন মানুষের মধ্যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর : নেত্রকোনা : বাংলাদেশ নারী প্রগতি সংঘ নেত্রকোনার উদ্যোগে বুধবার কার্যালয় প্রাঙ্গণে অসহায়দের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নারী প্রগতি সংঘ নেত্রকোনার কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী, উপজেলা ম্যানেজার লোচন সাংমা, উন্নয়ন কর্মী কল্পনা ঘোষ প্রমুখ। হবিগঞ্জ : হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার ১০০ শিক্ষার্থীর স্বজনদের মধ্যে সরকারি সহায়তা হিসেবে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এ সময় এতিমখানা কর্তৃপক্ষ জনপ্রতি ৫০০ টাকা করে প্রদান করে। বুধবার হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির এ সহায়তা বিতরণ করেন। এ সময় এতিমখানা মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মফিজুল ইসলাম তরফদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিব মমরাজ ও অর্থ সম্পাদক মো. আব্দুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। ঘোড়াঘাট (দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাটে করোনাভাইরাসের কারণে দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন স্বপন। বুধবার উপজেলার শীধলগ্রাম, আবিরেরপাড়াসহ বিভিন্ন গ্রামে শতাধিক পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুরে প্রায় শখানেক প্রতিবন্ধী শিক্ষার্থীকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। বুধবার শহরের আলোর পথে প্রতিবন্ধী বিদ্যালয়ের ৮০ প্রতিবন্ধী শিক্ষার্থীর পরিবারকে চাল, ডাল, তেল, সাবান ও মৌসুমি ফল বিতরণ করে ৬৬ পদাতিক ডিভিশনের ১৬ পদাতিক ব্রিগেড অধীনস্থ খোলাহাটি ৩৬ বীর। কর্মসূচির পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন খোলাহাটি ৩৬ বীরের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আরিফুল ইসলাম হিমেল। চরফ্যাশন (ভোলা) : বুধবার চরফ্যাশন উপজেলা কমপেস্নক্সে নৌবাহিনী কর্তৃক ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান, ভোলা জেলা নৌ কন্টিনজেন্ট সেকেন্ড ইন কমান্ডারের নেতৃত্বে শতাধিক মানুষের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।