লোহাগড়ায় ১৪ দিনের আইসোলেশন

প্রকাশ | ০৯ জুলাই ২০২০, ০০:০০

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া পৌরবাসীকে দেওয়া ১৪ দিনের আইসোলেশনে থাকার নির্দেশনা বুধবার থেকে কার্যকর হয়েছে। জানা গেছে, লোহাগড়া পৌরসভা এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার নিদের্শনায় উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্যোগে বুধবার থেকে পৌরবাসীকে ১৪ দিনের আইসোলেশনে থাকার কার্যক্রম শুরু হয়েছে। দেখা গেছে, পৌরসভা এলাকায় প্রবেশের ১৪টি পয়েন্টে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন। বাজারের দোকানপাট ও পরিবহণ চলাচল বন্ধ করা হয়েছে। করোনা প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন বলেন, সংক্রমণ থেকে পৌরবাসীকে রক্ষায় কমিটির সদস্যরা দায়িত্ব পালন করছেন।