কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

প্রকাশ | ০৯ জুলাই ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
করোনায় ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য আর্থিক সহায়তার দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: পাবনা : প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদানের দাবিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন পাবনা জেলা শাখার উদ্যোগে বুধবার প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি ফারুক হোসাইন ও সাধারণ সম্পাদক এম.এম মাহফুজুর রহমান বক্তব্য রাখেন। তারা বলেন, করোনা দুর্যোগে বিপুলসংখ্যক জনসংখ্যা করোনাভাইরাস মোকাবেলা করার জন্য ১৬ মার্চ হতে স্কুল বন্ধ থাকার কারণে অর্থনৈতিকভাবে নিদারুণ কষ্টে দিনাতিপাত করছে। শিক্ষক-শিক্ষিকা লকডাউনের কারণে প্রাইভেট টিউশনও করতে পারছেন না এবং শিক্ষা প্রতিষ্ঠানের আয় না থাকায় বেতন পাচ্ছেন না। নওগাঁ : নওগাঁয় ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান ও সহজশর্তে ঋণ, সহজ প্রক্রিয়ায় নিবন্ধন ত্বরান্বিত এবং আগামী ৭ আগস্টের মধ্যে প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালিত হয়েছে। শহরের মুক্তির মোড়ে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ টুটুল, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ হোসেন প্রমুখ। কর্মসূচিতে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেন-এর দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। জয়পুরহাট : বুধবার ঘণ্টাব্যাপী কর্মসূচিতে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি আবু রেজা মন্ডল, সহ-সভাপতি জোবায়দুল ইসলাম, সাধারণ সম্পাদক সাফিউল ইসলাম, প্রচার সম্পাদক জান্নাতুল ইসলাম প্রমুখ। বাগেরহাট সদর : বুধবার সকালে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন খুলনাঞ্চলের আয়োজনে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলার ৯টি কিন্ডারগার্টেনের শতাধিক শিক্ষক-শিক্ষিকা ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বক্তব্য রাখেন গ্রিনহার্ট স্কুলের সভাপতি অ্যাডভোকেট মুজিবুল হক, সহ-সভাপতি আহাদ উদ্দিন হায়দার, স্কুলের অধ্যক্ষ তিথি দেবনাথ, শিশু অঙ্গনের পরিচালক কামরুজ্জামান, অধ্যক্ষ হাফিজা জামান, আইডিয়াল কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ফাহমিদা আক্তার লুপু, ফকিরহাটের বেতাগা কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, ফকিরহাটের লিটিল বার্ড কিন্ডারগার্টেনের অধ্যক্ষ অপূর্ব দাস, ফকিরহাটের অর্পা গেস্নারিয়াস কিন্ডারগার্টেনের পরিচালক শান্তনু সরকার প্রমুখ। পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : অ্যাসোসিয়েশনের কিশোরগঞ্জের পাকুন্দিয়া শাখার উদ্যোগে বুধবার উপজেলা পরিষদের সামনে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুই পাশে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের শিক্ষক-শিক্ষিকারা। এ সময় তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ। জহুরা আলতাফ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল জব্বার সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, হোসেন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন পাকুন্দিয়া শাখার সভাপতি আ. হাই মাস্টার, সাধারণ সম্পাদক এটিএম খলিলুলস্নাহ শাকিল, আল হেরা কিন্ডারগার্টেনের পরিচালক কামরুল হাসান, অনির্বাণ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম আরজু প্রমুখ।