ধামইরহাটে কোরবানির জন্য প্রস্তুত ২০ মণ ওজনের সম্রাট

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ০০:০০

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ২০ মণ ওজনের ষাড় সম্রাট কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে। উপজেলার প্রত্যন্ত অঞ্চলে কৃষক পর্যায়ে স্বাস্থ্যসম্মতভাবে এই ষাঁড়টি পালন করা হয়েছে। বর্তমানে সেটিকে নিজ বাড়িতে রেখে স্বাস্থ্যবিধি মেনে বিক্রয় করার জন্য প্রস্তুত রাখা হয়েছে। জানা গেছে, উপজেলার আড়ানগর ইউনিয়নের অন্তর্গত গোকুল গ্রামের আলিমুদ্দিনের ছেলে কৃষক মনছুর আলম শখের বসে একটি ফিজিয়াম জাতের ষাঁড়ের বাছুর প্রায় তিন বছর আগে কেনেন। বর্তমানে ষাড়টির বয়স ৩ বছর এবং ৪ দাঁত। এর উচ্চতা প্রায় ৬ ফিট এবং লম্বায় এটি প্রায় ১০ ফিট। স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান ষাড়টির ওজন প্রায় ২০ মণ। এতে মাংস পাওয়া যাবে প্রায় ১৬ মণ। এর চাওয়া দাম রাখা হয়েছে ৬ লাখ টাকা। এ ব্যাপারে কৃষক মো. মনছুর আলম বলেন, ৩ বছর আগে তিনি শখ করে ফিজিয়াম জাতের এঁড়ে ষাঁড় ক্রয় করেন। ষাঁড়টির নাম শখ করে রাখা হয়েছিল সম্রাট। সম্রাট প্রতিদিন আড়াই কেজি গুড়, ৫ কেজি ভুসি, ১০ কেজি চালের গুঁড়া এবং ২ কেজি খুদের ভাত খায়। সম্রাটের কোনো রোগবালাই নেই বললেই চলে। কোরবানির জন্য তাকে প্রস্তুত রাখা হয়েছে।