আলোচিত মামলার চাঞ্চল্যকর রহস্য জট খুলছে

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ০০:০০

দাকোপ (খুলনা) প্রতিনিধি
দীর্ঘ দুই বছর পর খুলনার দাকোপে আলোচিত মৎস্যজীবী নাসির সানা (৩৯) হত্যা মামলার জট খুলতে শুরু করেছে। সম্প্রতি মামলার প্রধান সাক্ষী হাতেম আলী সানাসহ (৫০) চারজনকে আসামি হিসেবে গ্রেপ্তারের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। খুলনা সিআইডি পুলিশ পরিদর্শক শেখ শাহাজাহান হোসেন জানান, উপজেলার কামাখোলা ইউনিয়নের জয়নগর এলাকায় কামারগোদা নদীটি স্থানীয় প্রভাবশালী একটি মহল অবৈধভাবে দখল করে আসছিল। ২০১৮ সালে জয়নগর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আব্দুল লতিফ সানা সরকারিভাবে ওই নদীটির ইজারা পায়। ইজারাদারকে দখলচু্যত ও প্রতিপক্ষকে শায়েস্তা করতে স্থানীয় এক জনপ্রতিনিধির নির্দেশে হাতেম আলী, অহিদুলসহ ৫/৬ জন মিলে ওই বছর ১০ জুলাই গভীর রাতে মৎস্যজীবী নাসিরকে গলা কেটে হত্যা করে ঠাকুরনবাড়ি খালে ফেলে রাখে। পরের দিন ঘাতকদের প্ররোচনায় নিহতের বাবা আব্দুর রাজ্জাক সানা বাদী হয়ে নিরীহ ১৩ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে, যার নম্বর-১০। আবার ওই আসামিদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে মানববন্ধনও করেন তারা। এদিকে মামলাটি অধিকতর তদন্তের জন্য খুলনা সিআইডির ওপর দায়িত্ব দেয় বিজ্ঞ আদালত। সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আব্দুল কাদের মামলাটি তদন্তের দায়িত্ব দেন খুলনা সিআইডি পুলিশ পরিদর্শক শেখ শাহাজাহানকে। মামলার বাদী আব্দুর রাজ্জাক সানা বলেন, এক জনপ্রতিনিধির কথামতো তিনি ১৩ জনের নামে মামলা করেছিলেন। তিনি নিজেকে অক্ষরজ্ঞানহীন দাবি করে বলেন, এখন বয়স হয়েছে লাঠি ভর দিয়ে চলতে হয় আর কিছু বলতে পারবেন না বলে ফোন কেটে দেন।