পয়ঃনিষ্কাশনের অভাবে শতাধিক পরিবার পানিবন্দি

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ০০:০০

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
ভোলার দৌলতখান পৌরসভার ৯ নং ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। এতে করে বেড়েছে জনদুর্ভোগ। সরেজমিনে গিয়ে দেখা যায়, ময়লাযুক্ত পানিতে পুরো এলাকা তলিয়ে আছে। ছোট ছোট শিশু নিয়ে লোকজন রয়েছে ঘরবন্দি। রান্নাবান্না বন্ধ রয়েছে অধিকাংশ পরিবারে। অন্যদিকে দীর্ঘদিন জলাবদ্ধতার কারণে জমে থাকা পানিতে ময়লা-আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় অনেকের বাসার টয়লেটের নোংরা পানি এসে জমে থাকা পানিতে মিশছে। এতে করে পানিতে দুর্গন্ধ ছাড়াও বাতাসে রোগ-জীবাণু ছড়াচ্ছে। ভুক্তভোগীরা দ্রম্নত পানি নিষ্কাশন ও ড্রেন নির্মাণের জন্য পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করেছেন।