কুষ্টিয়ায় চিকিৎসা পাচ্ছেন না রোগীরা গন্ধ ছড়ানোর পর বের করা হচ্ছে লাশ

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ০০:০০

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় করোনা রোগীদের আইসোলেশন ওয়ার্ডে যথাযথ চিকিৎসা না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি মৃতু্যর পর দীর্ঘ সময়েও মরদেহ বের করা হচ্ছে না। গন্ধ না ছাড়ানো পর্যন্ত মরদেহ পরে থাকছে ওয়ার্ডে। বুধবার দুপুরে এক ওয়ার্ড বয় আইসোলেশন ওয়ার্ডে গিয়ে একজন রোগীকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে স্বেচ্ছাসেবকরা তার মরদেহ উদ্ধার করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার বলছেন, মরদেহের দায়িত্ব তাদের না। রোগীর পরিবার মরদেহ নিতে চাচ্ছেন না। এ পর্যন্ত কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন। আইসোলেশনে থাকা বিআরবির কর্মকর্তা আমজাদ হোসেন জুয়েলের মৃতু্যর অনেক পর পরিবার তার মৃতু্যর খবর জানতে পারে। মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট এবং ডায়রিয়া নিয়ে হাসপাতালে যান কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি জামিল হাসান খান খোকন। অভিযোগ আছে, কোনোরকম পরীক্ষা ছাড়াই তাকে আইসোলেশন ওয়ার্ডে পাঠিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি সেখানে গিয়ে কোনো চিকিৎসক বা সেবিকাকে পাননি। পরে বিষয়টি নিয়ে সাংবাদিকরা হাসপাতাল কর্তৃপক্ষ ও সিভিল সার্জনের সঙ্গে কথা বললে খোকনের করোনা পরীক্ষা করতে দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার বলেন, হাসপাতালের বাইরে একটি ভবনে আইসোলেশন সেন্টার করা হয়েছে। সেখানে ৪০টি শয্যা থাকলেও রোগীর চাপ অনেক বেশি। তাছাড়া চিকিৎসা সংশ্লিষ্টদের থাকারও কোনো ব্যবস্থা নেই। ফলে কিছুটা সমস্যা হচ্ছে।