নিয়ামতপুরে প্রণোদনা দাবিতে মানববন্ধন

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ০০:০০

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে করোনার সংকটে বন্ধ হয়ে যাওয়া প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সরকারি প্রণোদনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের ব্যানারে উপজেলা পরিষদের গেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়। নিয়ামতপুর প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি শাহজাহান শাজুর সভাপতিত্বে ও নির্বাহী সদস্য সিরাজুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহদাত হোসেন নাইম, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান বিপস্নব, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা খাতুন মিনি। কর্মসূচিতে উপজেলার ২৩টি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।