বরেন্দ্রাঞ্চলে আউশের লক্ষ্যমাত্রা অতিক্রম

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ০০:০০

এম. আব্দুল বাতেন, গোদাগাড়ী (রাজশাহী)
করোনা পরিস্থিতির মধ্যেও এ বছর রেকর্ড পরিমাণ রাজশাহী অঞ্চলে আউশের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। বোরোর ফলন অধিক ও দাম বেশি পাওয়ায় কৃষকরা এবার আউশের চাষে ঝুঁকে পড়েছে। যারা গতবার ধান চাষ করেননি বা কম আবাদ করেছিলেন এবার সেসব কৃষকও ধানের চাষ বাড়িয়েছেন। জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, অন্যান্য বছরের তুলনায় এবার রাজশাহীতে আউশের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। গত বছর আউশের আবাদ হয়েছিল ৪৯ হাজার ৭৪৮ হেক্টর। এবার তা বেড়ে ৫০ হাজার ৯৭০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। যার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫০ হাজার ৯৬০ হেক্টর। এবার জেলায় ১২২২ হেক্টর আবাদ বেশি হয়েছে। আউশ আবাদের সিংহভাগই রাজশাহীর গোদাগাড়ী ও বাগমারা উপজেলায় হয়েছে। গোদাগাড়ী উপজেলার রামনগরের কৃষক মিজানুর রহমান জানান, গতবারের চেয়ে এবার বেশি ধান লাগিয়েছেন। ধানের দাম ভালো পাওয়া ও ফলন বেশি হওয়ায় আউশের আবাদ বাড়িয়েছেন। টানা কিছুদিন বৃষ্টির কারণে ধানের রোগ-বালাই বেশি হলেও কৃষি অফিসের সহযোগিতায় তা কাটিয়ে উঠেছেন বলে জানান। সিঅ্যান্ডবি গড়ের মাঠ এলাকার কৃষক আমিনুল ইসলাম জানান, গতবার ধান লাগাননি। এবার ধানের দাম পাওয়ায় আবাদ করেছেন। গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এবার আউশের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কৃষি কর্মকর্তারা মাঠে কাজ করছেন। আশা করা যায় কৃষক আনন্দের সঙ্গে আউশ চাষাবাদ করছেন।