সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ঢেউটিন বিতরণ আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি পঞ্চগড়ের আটোয়ারীতে সম্প্রতি অগ্নিকান্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া দুটি শিক্ষা প্রতিষ্ঠানসহ ৩৮ পরিবারকে ঢেউটিন এবং অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রশাসন বিতরণের আয়োজন করে। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান উপস্থিত ছিলেন। বই উপহার বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুরের বকশীগঞ্জ ইউএনওকে 'বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু ও তিতাস পাড়ের ইতিকথা' নামে দুটি বই উপহার দেওয়া হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে ইউএনও আসম জামশেদ খোন্দকারকে দুটি বই উপহার দেন জামালপুর পলস্নী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল বাশার। মেডিকেল ক্যাম্প বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি বরিশালের বানারীপাড়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শেখ হাসিনা সেনানিবাসের ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গলের সার্বিক তত্ত্বাবধানে ও বরিশাল সিএমএইচ'র পরিচালনায় মেডিকেল ক্যাম্পেইন-৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বানারীপাড়া ডিগ্রি কলেজে অনুষ্ঠিত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মাসুদুর রহমান, লে. কর্নেল ফয়সাল আবেদীন হাসান প্রমুখ। দক্ষতা সেমিনার ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি বৃহস্পতিবার খুলনার ডুমুরিয়ায় 'বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা' শীর্ষক জনসচেতনতামূলক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা অফিসার্স ক্লাবে সেমিনারে সভাপতিত্ব করেন ইউএনও শাহনাজ বেগম। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ। \হ জায়গা উদ্ধার হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের হাটহাজারীর মেখলঘোনা এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি খাস খতিয়ানভুক্ত জায়গা উদ্ধার করেছে এসিল্যান্ড শরীফ উলস্ন্যাহ। সোমবার অভিযানে ১৭ শতক জায়গা উদ্ধার করা হয় যার বাজারমূল্য ১০ লাখ টাকা। স্থানীয় দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে উদ্ধারকৃত জায়গা অবৈধভাবে দখল করে রেখেছিলেন বলে জানা গেছে। অনুদান প্রদান পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রশাসন কর্তৃক সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে অনুদান প্রদান ও ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ/ চারা, সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা হলরুমে ইউএনও মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান। শনাক্ত ৪ সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের সখীপুর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদসহ ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ৪ জুলাই মেয়রের নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআরে পাঠানো হলে ৭ জুলাই পজেটিভ হওয়ার খবর আসে। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার আনোয়ার খান মডার্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও সহকারী কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, রিয়াজ উদ্দিন ও তার স্ত্রী রিনা বেগম করোনায় আক্রান্ত হয়েছেন। হুইলচেয়ার বিতরণ সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি মুজিব শতবর্ষ উপলক্ষে ভাটিয়ারী ইউনিয়নের মির্জানগর জেলে পাড়ার তিনজন অক্ষম ও প্রতিবন্ধীর মাঝে তিনটি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার প্রতিবন্ধীদের হাতে হুইল চেয়ার তুলে দেন ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন। উপস্থিত ছিলেন সমাজসেবক সোহেল আহমদ, ইউপি সদস্য মো. মাঈনুদ্দিন ও আলমগীর হোসেন মাসুম প্রমুখ। বৃক্ষ রোপণ ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ীতে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার পরিষদ প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার জেবুন্নাহার লিনা বকুল। কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, সাংবাদিক হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। চেক বিতরণ দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পরিষদ চত্বরে বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক। উপস্থিত ছিলেন ইউএনও এসএম জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপস্নব, মাহবুবা নাছরিন রূপা, আ'লীগ নেতা মিজানুর রহমান খান সেলিম প্রমুখ।