সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
কর্মসম্পাদন চুক্তি স্টাফ রিপোর্টার, নেত্রকোনা নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলার ১০ থানার অফিসার ইনচার্জদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন পুলিশ সুপার আকবর আলী মুনসী এবং মডেল থানার ওসি তাজুল ইসলাম খান। উপস্থিত ছিলেন আটপাড়া থানার ওসি আলী হোসেন, কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান প্রমুখ। মেডিকেল ক্যাম্প ঝিনাইদহ প্রতিনিধি মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ঝিনাইদহে গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশন। বৃহস্পতিবার মহেশপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পে সেনাবাহিনীর সাতজন ও তিনজন বেসামরিক চিকিৎসক প্রায় পাঁচ শতাধিক গর্ভবতী নারীকে উন্নত স্বাস্থ্যসেবা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ বিনামূল্যে ওষুধ প্রদান করে। নতুন শনাক্ত সাতক্ষীরা প্রতিনিধি গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে দুই চিকিৎসক, দুই স্বাস্থ্যকর্মী ও পুলিশসহ ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।  এ নিয়ে জেলায় মোট ২৯৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। যবিপ্রবি জিনোম সেন্টার থেকে বৃহস্পতিবার পাওয়া নমুনা রিপোর্টে ২৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসার ডা. জয়ন্ত সরকার। আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করে লাল পতাকা টানানো হয়েছে। উন্মুক্ত লটারি বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি নাটোরের বড়াইগ্রামে কৃষক নির্বাচন করতে উন্মুক্ত লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন থেকে ৫৭২ মেট্রিক টন ধান ক্রয় করতে এ নির্বাচন করা হয়। বৃহস্পতিবার পরিষদ মিলনায়তনে ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেয়র কেএম জাকির হোসেন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তন্ময় কুমার, আ'লীগ নেতা আব্দুল কুদ্দুস প্রমুখ। সেমিনার অনুষ্ঠিত নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর নিয়ামতপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার পরিষদ হলরুমে ইউএনও জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন এসিল্যান্ড নিলুফার সরকার, অধ্যক্ষ ওহিদুল ইসলাম। চারা বিতরণ  ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা কৃষকলীগ তিন সহস্রাধিক ফলজ বনজ গাছের চারা বিতরণ করেছে। বুধবার বিতরণকালে প্রধান অতিথি ছিলেন বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম হারুনুর রশিদ। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, কৃষক লীগ নেতা জহির হোসেন মিজি, সাইফুল ইসলাম বরকন্দাজ প্রমুখ। রোগী শনাক্ত পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি রাজবাড়ীর পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি তার স্ত্রী নাজমুন্নাহার নিপা ও বড় ভাই খোকন বিশ্বাসও আক্রান্ত হয়েছেন। কিছুদিন আগে ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস শারীরিকভাবে অসুস্থতাবোধ করলে হোম কোয়ারেন্টিনে যান। গত ৫ জুলাই পরিবারের ৮ জন নমুনা প্রদান করলে বৃহস্পতিবার পজিটিভ রিপোর্ট আসে। আলোচনা সভা রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন কর্তৃক রায়পুরা প্রেসক্লাবে কম্পিউটার প্রদান উপলক্ষে বৃহস্পতিবার ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের পক্ষে প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম লিটন ও সাধারণ সম্পাদক এম নুর উদ্দিনের হাতে কম্পিউটার তুলে দেন ইউএনও শফিকুল ইসলাম। কীটনাশক স্প্রে কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে বুধবার ছেঁউড়িয়া বাউল সম্রাট ফকির লালন শাহের মাজার থেকে শুরু করে ছেঁউড়িয়া মন্ডলপাড়া বিভিন্ন স্পটে ডেঙ্গু মশা নিধনে কীটনাশক স্প্রে করা হয়েছে। চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হাসান রিন্টু, বিভিন্ন ইউপি সদস্য, গ্রাম পুলিশ, সমাজ সেবক ও সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৌর মিলনায়তনে মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার কুদরত-ই-খোদা শুভ। বিশেষ অতিথি ছিলেন থানা ওসি এসএম বদিউজ্জামান। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, আ'লীগ নেতা মোস্তাফিজার রহমান মোস্তা, আমিনুল হক দুদু প্রমুখ।